logo

সময়: ১২:৩৩, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ খবর

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে সারা দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা সংক্রান্ত। হাইওয়ে, যাত্রী নিরাপত্তা, ঈদ পূর্ববর্তী সময়ে ঈদ কে কেন্দ্র করে আইন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব ফোর্সেস কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণে মহাপরিচালক র‌্যাব ফোর্সেস মহোদয়ের মতবিনিময় প্রসংগে সিক্স ডেস বুদাপেস্ট মার্চ ২০২৫, গ্র্যান্ড মাস্টার-এ দাবা প্রতিযোগিতা জুলাই গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেও এনসিপি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে: নাছির নোয়াখালীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদে ও অবৈধ কমিটি বাতিলের দাবি রাজশাহীতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের কাছে তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দিলেন মহানগর যুবদল

রাজশাহীর বানেশ্বরে হাটে পেঁয়াজ চারা থেকে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

Masud Rana
১৭ জানুয়ারী, ২০২৫ | সময়ঃ ০৯:৪০
photo
রাজশাহীর বানেশ্বরে হাটে পেঁয়াজ চারা থেকে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: দেশের অন্যতম পেঁয়াজ
উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত রাজশাহীর পুঠিয়া
উপজেলা। এলাকার হাটগুলোতেও জমে উঠেছে হাট। গত
মৌসুমের তুলনায় এবার চাষিরা কম দামে চারা কিনতে
পারছেন। তবে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ করেছেন রুহুল
আমিন-সহ আরও অনেক ক্রেতা-বিক্রেতা। তাদের অভিযোগ বিক্রি
করতে আসা ও চারা ক্রয় করতে আসা সকলের কাছ থেকেই অতিরিক্ত
খাজনা আদায় করছেন হাট ইজারদার।
জানা যায়, খাজনা আদায়ের রশিদে ১০০ টাকা লিখা থাকলেও
আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা। ২৫ কেজি পেঁয়াজের চারা
কেনার পর একজন কৃষকের কাছে ১০০ টাকা খাজনা আদায় করা
হয়েছে। বিক্রেতার কাছ থেকেও মণ প্রতি ১০০ থেকে ২০০ টাকা
খাজনা নেওয়া হয়েছে।
অথচ মান ভেদে এক মণ চারার দাম ৯০০ টাকা থেকে ১ হাজার ২০০
টাকা। এতে খাজনাই দিতে হচ্ছে ২০০ টাকা। গত মৌসুমে ২
বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেছিলেন। তাঁর ভাষ্য, দামের
কারণে ও ভালো মানের বীজ সংগ্রহ করতে না পারায় এবার ১
বিঘা জমিতে আবাদ করছেন।
পিঁয়াজের চারা বিক্রি করতে আসা ভাল্লুকগাছি চক-দোমাদি
গ্রামের আশরাফুল ইসলাম জানান, চারার দাম গত মৌসুম
থেকে এবার কম। তবে কম দামে চারা বিক্রি করলেও অতিরিক্ত
খাজনা আদায়ের অভিযোগ তাঁর।
আরেক বিক্রেতা চক ধাদাশ গ্রামের মুকল হোসেনের ভাষ্য, গত
মৌসুমের তুলনায় প্রতি কেজি পেঁয়াজের চারা ২৫/৩০ টাকা
কমে বিক্রি হচ্ছে। প্রতি কেজি এবার ২৫ থেকে ৪০ টাকায়
বিক্রি হচ্ছে, যা গত বছর ছিল ৬৫ থেকে ৮০ টাকা।

পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটের ইজারাদার জাহাঙ্গীর আলম
জানান, আমি তো হাটে গিয়ে বসে থাকতে পারি না। তবে
পেঁয়াজের চারার খাজনা সম্পর্কে আমার জানা নাই, আমাদের
লিস্ট দেখতে হবে। এরকম কোন অভিযোগ থাকলে অবশ্যই ব্যবস্থা
নেওয়া হবে।
এ ব্যপারে বানেশ্বর হাট বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত
সভাপতি মতিউর রহমান মতি বলেন, পেঁয়াজের চারার অতিরিক্ত
খাজনা আদায়ের আমাদের কাছে কোন লিখিত অভিযোগ নেই।
আমি অসুস্থ রাজশাহীতে ডাক্তার দেখাতে এসেছি। আমি
গাড়িতে আছি, গাড়ি থেকে নেমে আপনাকে ফোন দিচ্ছি।
তা না হলে আপনি কালকে আমার সঙ্গে দেখা করেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…