logo

সময়: ০৯:০৮, শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ০৯:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে সারা দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা সংক্রান্ত। হাইওয়ে, যাত্রী নিরাপত্তা, ঈদ পূর্ববর্তী সময়ে ঈদ কে কেন্দ্র করে আইন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব ফোর্সেস কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণে মহাপরিচালক র‌্যাব ফোর্সেস মহোদয়ের মতবিনিময় প্রসংগে সিক্স ডেস বুদাপেস্ট মার্চ ২০২৫, গ্র্যান্ড মাস্টার-এ দাবা প্রতিযোগিতা জুলাই গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেও এনসিপি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে: নাছির নোয়াখালীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদে ও অবৈধ কমিটি বাতিলের দাবি রাজশাহীতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের কাছে তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দিলেন মহানগর যুবদল

 বিজয় দিবস আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা

Ekattor Shadhinota
১৫ ডিসেম্বর, ২০২৪ | সময়ঃ ১০:০২
photo
 বিজয় দিবস আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ও ডাক বিভাগের সহযোগিতায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় দিবস আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা শেষে ২০ জন খেলোয়াড় পূর্ণ তিন পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেনঃ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, অনত চৌধুরী, ফিদে মাস্টার নাইম হক, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, স্বর্নাভো চৌধুরী, আব্দুর রহিম, মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, তাশরিক সায়ান শান, সিয়াম চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিন, তাহমিদুল হক, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, ফিদে মাস্টার মোঃ সাইফ উদ্দীন, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোঃ শরীফুল ইসলাম ও মোঃ হাসানুর রহমান। আজ (রোববার) আগারগাঁওয়ের শেরে ই বাংলা নগরস্থ ডাক ভবনের হল-রুমে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় হুমায়ুন কবীরকে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আব্দুল মোমিনকে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল মোঃ রবিউল হোসেনকে, অনত চৌধুরীকে, সারোয়ার হোসেন উল্লাসকে, ফিদে মাস্টার নাইম হক রাইয়ান রশিদ মুগ্ধকে, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম এম, এম জহিরুল ইসলামকে, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ খন্দকার আরাফাতকে, মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ শাহিনুর হককে, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ খন্দকার নজরে মাওলাকে, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ মোঃ হোসেন আলীকে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী আহনাফ রশিদ চৌধুরীকে, তাশরিক সায়ান শান গৌতম চন্দ্র মন্ডলকে, সিয়াম চৌধুরী তাসনিয়া তারান্নুম অর্পাকে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিন মোঃ সোহেলকে, তাহমিদুল হক মোঃ রেদওয়ান কবীর রবিনকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু মিরাজ উদ্দিন আহমেদকে, ফিদে মাস্টার মোঃ সাইফ উদ্দীন সবুজ আহমেদ সাগরকে, মোহাম্মদ শফিকুল ইসলাম আব্দুর রহিমকে, ,মোঃ শরীফুল ইসলাম মোঃ এনামুল হককে ও মোঃ হাসিনুর রহমান মোহাম্মদ শাকিলকে পরাজিত করেন। স্বর্নাভো চৌধুরী আয়াস আব্দুল্লা খাজির বিনের সাথে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীয়তউল্লাহ গিয়াস উদ্দিন আহমেদের সাথে ও ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার সোহম সাওমিপের সাথে ড্র করেন। আগামীকাল (সোমবার) বেলা ৩-০০ (তিন) টা হতে চতুর্থ রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…