logo

সময়: ০৯:১৬, শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ০৯:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে সারা দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা সংক্রান্ত। হাইওয়ে, যাত্রী নিরাপত্তা, ঈদ পূর্ববর্তী সময়ে ঈদ কে কেন্দ্র করে আইন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব ফোর্সেস কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণে মহাপরিচালক র‌্যাব ফোর্সেস মহোদয়ের মতবিনিময় প্রসংগে সিক্স ডেস বুদাপেস্ট মার্চ ২০২৫, গ্র্যান্ড মাস্টার-এ দাবা প্রতিযোগিতা জুলাই গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেও এনসিপি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে: নাছির নোয়াখালীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদে ও অবৈধ কমিটি বাতিলের দাবি রাজশাহীতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের কাছে তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দিলেন মহানগর যুবদল

পার্বতীপুরে ক্ষেতেই নষ্ট হচ্ছে কৃষকের ৫০ হেক্টর জমির বেগুন

D.M.R. BABUL
০২ ডিসেম্বর, ২০২৪ | সময়ঃ ০৬:৫৩
photo
পার্বতীপুরে ক্ষেতেই নষ্ট হচ্ছে কৃষকের ৫০ হেক্টর জমির বেগুন


মোঃ রুকুনুজ্জামান (পার্বতীপুর) দিনাজপুরঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় রবি মৌসুমের শুরুতেই ৫০ হেক্টর জমির বেগুনগাছের পাতা হলুদ হয়ে শেকড় পচে মরে যাচ্ছে। আক্রান্ত বেগুন ক্ষেত রক্ষা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বেগুন চাষিরা। লোকসানের মুখে পড়ছেন অর্ধশতাধিক কৃষক। বেগুনগাছে ওষুধ দিয়ে রোগ নিরাময় করা যাচ্ছে না। ফলে এক গাছ থেকে অন্য গাছ যাতে আক্রান্ত না হয় সে জন্য আক্রান্ত গাছগুলো ক্ষেত থেকে উপড়ে ফেলে দিচ্ছেন কৃষকরা।

পার্বতীপুর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে এ উপজেলায় পার্পল কিং ৪৩ হেক্টর, শিংনাথ ১২ হেক্টর, গ্রিন বল ৯ হেক্টর ও স্থানীয় উন্নত জাত ৮ হেক্টর নিয়ে মোট ৭২ হেক্টর জমিতে বেগুন চাষ করেছেন কৃষকরা। মোমিনপুর ইউনিয়নের পূর্ব ম্যাড়েয়ার বেগুন চাষি সাজিদুর রহমান জানান, প্রথম দিক থেকে বেগুনগাছ বেশ হৃষ্টপুষ্ট ছিল। কিন্তু কিছুদিন পরেই গাছের পাতা হলুদ হয়ে গাছ দু-একটি করে মরে যেতে শুরু করে। শেকড় পচে যায়। ফলে উপড়ে ফেলতে হচ্ছে গাছগুলো। বেগুন ক্ষেত গাছ শূন্য হয়ে পড়েছে। এ রোগ থেকে রক্ষা পেতে ৪-৫ বার ওষুধ স্প্রে করেও গাছ রক্ষা করা যাচ্ছে না। অথচ প্রতিবার ওষুধ স্প্রে করতে খরচ হয়েছে ৪০০-৫০০ টাকা। তিন বিঘা জমিতে পুটকি বেগুন চাষে তার প্রায় ৬০ হাজার টাকা ক্ষতি হয়েছে। তিনি ছাড়াও এই এলাকার বেগুন চাষ করে প্রায় ৫০ জন কৃষক লোকসানে পড়েছেন।

উপজেলার মোমিনপুর ইউনিয়নের দক্ষিণ ম্যারেড়া গ্রামের বেগুন চাষি নজরুল ইসলাম বলেন, ৬০ শতক জমিতে বেগুন চাষ করেছি। গাছ বড় হওয়ার পরপরই গাছের মাথা শুকিয়ে গোড়া পচে দু-একদিনেই মরে যাচ্ছে। বেগুন আবাদের ৩০ হাজার টাকাই লোকসানে গেছে। পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হোসাইন বলেন, জমির বেগুন গাছগুলো প্রথম দিকে তরতাজা হয়ে উঠলেও বর্তমানে কৃষকের ক্ষেতের বেগুনগাছের পাতা হলুদ হয়ে মরে যাচ্ছে। বহু কৃষক বেগুন চাষে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে, কৃষকরা পটোল, আলু ও অন্যান্য সাথী ফসল দিয়ে ক্ষতি পুষিয়ে নিতে চেষ্টা করছেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…