logo

সময়: ০১:১৯, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ০১:১৯ অপরাহ্ন

সর্বশেষ খবর

বাংলাদেশ ও মরোক্কোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত ওয়েবিনার

Ekattor Shadhinota
০৫ জুলাই, ২০২৪ | সময়ঃ ১০:০৬
photo
বাংলাদেশ ও মরোক্কোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত ওয়েবিনার

তারিখ: ৫ জুলাই ২০২৪

বাংলাদেশ সরকারের অর্থনৈতিক ও বাণিজ্য সম্প্রসারণসংক্রান্ত কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসাবে মরোক্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ বাংলাদেশ ও মরোক্কোর ব্যবসায়িক নেতৃবৃন্দের মধ্যে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। উক্ত ওয়েবিনারে এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলমডিসিসিআই প্রেসিডেন্ট আশরাফ আহমেদএফবিসিসিআই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আমিন হেলালী বক্তব্য রাখেন। স্বাগতিক বক্তব্য রাখেন মরোক্কোর রাবাত-সালেহ-কেনিত্রা অঞ্চলের চেম্বারের প্রেসিডেন্ট হাসান সাকি। উক্ত ওয়েবিনারে দুই পক্ষের তরফ থেকে বাংলাদেশ ও মরোক্কোয় ব্যবসা-বাণিজ্যের সুবিধাসমূহের উপর আলোকপাত করে দুটি প্রেজেন্টেশন করা হয়। এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল মো: আলমগির বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগের সুযোগ সংক্রান্ত বিষয়ে একটি বিষদ তথ্যাবলী উপস্থাপন করেন। এ ছাড়াও বাংলাদেশের ব্যবসায়িক সম্প্রদায় থেকে তৈরি পোশাকপাটপ্রক্রিয়াজাত খাদ্যপ্লাস্টিক শিল্পের প্রতিনিধিরা তাদের বক্তব্য উপস্থাপান করেন।

মরোক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হারুন আল রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ওয়েবিনারে দুই দেশের ব্যবসা-বাণিজ্য-পর্যটন বৃদ্ধির লক্ষে কতগুলি পদক্ষেপের বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে বাণিজ্যিক প্রতিনিধি দল বিনিময়বাণিজ্য মেলার আয়োজনদুই দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধি। রাষ্ট্রদূত হারুন আল রশিদ বলেন তাঁর মিশন দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য নিবেদিতভাবে কাজ করছে। দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি সংক্রান্ত দূতাবাসের উদ্যোগসমূহ সফল করার লক্ষে এগিয়ে আসার জন্য তিনি দুই দেশের ব্যাবসায়িক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। ওয়েবিনারটি সফল করার জন্য রাষ্ট্রদূত এফবিসিসিআই ও রাবাত চেম্বারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। গৃহীত প্রক্রিয়াটি যাতে অব্যাহত থাকে সে ব্যাপারেও তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…