logo

সময়: ০৯:১২, শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ০৯:১২ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে সারা দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা সংক্রান্ত। হাইওয়ে, যাত্রী নিরাপত্তা, ঈদ পূর্ববর্তী সময়ে ঈদ কে কেন্দ্র করে আইন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব ফোর্সেস কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণে মহাপরিচালক র‌্যাব ফোর্সেস মহোদয়ের মতবিনিময় প্রসংগে সিক্স ডেস বুদাপেস্ট মার্চ ২০২৫, গ্র্যান্ড মাস্টার-এ দাবা প্রতিযোগিতা জুলাই গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেও এনসিপি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে: নাছির নোয়াখালীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদে ও অবৈধ কমিটি বাতিলের দাবি রাজশাহীতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের কাছে তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দিলেন মহানগর যুবদল

জয়পুরহাটে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব-পুরাপৈল শাখায় ২ কৃষকের নামে ভুয়া লোন তুলে আত্মসাৎ, দিশেহারা কৃষক!

zahurul islam
০৫ জুন, ২০২৪ | সময়ঃ ১০:০৬
photo
জয়পুরহাটে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব-পুরাপৈল শাখায় ২ কৃষকের নামে ভুয়া লোন তুলে আত্মসাৎ, দিশেহারা কৃষক!

মোঃ জহুরুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ  
জয়পুরহাটে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব পুরানাপৈল শাখায় গ্রাহকের নামে ভুয়া ঋণ তুলে তা আত্মসাৎ করার  অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে ওই ব্যাংকে ধরনা দিচ্ছে।

ভুক্তভোগী দুজন কৃষক আমিনুর রহমান ও হাফিজুলের লিখিত অভিযোগে জানা যায় পূর্বে তারা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব পুরানাপৈল শাখায় ঋণ নিয়ে ছিল। ওই ঋণ ২০২৩ সালে তারা পরিশোধ করে ব্যাংক থেকে রশিদ নিয়ে আসে। পরিশোধের রশিদ নিলেও পরবর্তীতে তারা ঋণ নিবে সে কারনে ব্যাংক থেকে কাগজপত্র ফেরত নেয়নি। পরে তারা ঋণ নেওয়ার জন্য ব্যাংকে গেলে ব্যাংকের শাখা ব্যবস্থাপক তাদের দুইজনের নামে ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩ টাকা  পুনরায়  লোন দেওয়া হয়েছে বলে জানান। পরে তারা নতুন করে ঋণ নেইনি বললে কাগজপত্র দেখতে চাইলে ব্যাংক ম্যানেজার ও সুপারভাইজার তাদেরকে ভয়ভীতি দেখায়ে তাদের তাড়িয়ে দেন। এক পর্যায়ে তারা পুরানাপৈল ইউপি সদস্যকে সাথে নিয়ে ব্যাংকে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাদের কাগজপত্র দেখালে কাগজ পত্রে দেখা যায় ঋণ গ্রহীতার সংশ্লিষ্ট কাগজ পত্রে ভুয়া স্বাক্ষর দিয়ে ঋণ বিতরন করা হয়েছে। স্বাক্ষরিত কাগজ পত্রের কোন মিল নাই। পরে খোঁজ নিয়ে তারা জানতে পারে এলাকার আরো অনেকের নামে এধরনের ভুয়া ঋণ প্রদান করা হয়েছে। তাদের দাবি এসবের সাথে ব্যাংকের সুপারভাইজার, ক্যাশিয়ার, শাখা ব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধানকে তারা দায়ী করেন। 

ভুক্তভোগী দুই কৃষক প্রতিকার চেয়ে রাকাব রাজশাহী হেডঅফিস, দুদক বগুড়াও জয়পুরহাট আঞ্চলিক ব্যবস্থাপক কে লিখিত অভিযোগ করেছেন এবং শনিবার স্থানীয় প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উর্দ্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে রবিবার সকাল  থেকে ওই শাখায় গিয়ে ভুক্তভোগীকে ধরনা দিতে দেখা গেছে।

এ ব্যাপারে রাকাব পুরানাপৈল শাখা ব্যবস্থাপক আজমেরি খাতুন ও সুপারভাইজার আবু সাঈদ মল্লিকার সাথে জানতে চাইলে তারা ঋণ সংক্রান্ত বিষয়ে জটিলতার কথা আংশিক স্বীকার করে কাগজপত্র না দেখিয়ে অফিস কক্ষ থেকে বেরিয়ে যান।

পরে রাকাব জয়পুরহাটের আঞ্চলিক ব্যবস্থাপক জাফর আলী মল্লিকের সাথে টেলিফোনের যোগাযোগ করলে তিনি বলেন এ বিষয়ে দুটি লিখিত অভিযোগ পেয়েছি এবং দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা তদন্ত রিপোর্ট দিলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…