logo

সময়: ০৩:৩১, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ০৩:৩১ অপরাহ্ন

সর্বশেষ খবর

বিএসটিআই, বরিশাল * সার্ভিলেন্স অভিযান (জ্বালানি তেলের ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)

Ekattor Shadhinota
২৫ নভেম্বর, ২০২৩ | সময়ঃ ০৯:১৮
photo
বিএসটিআই, বরিশাল * সার্ভিলেন্স অভিযান (জ্বালানি তেলের ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)

নিউজ ডেস্ক ঃ-  অদ্য ২৫.১১.২০২৩ খ্রিঃ তারিখে বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকার ০৬ টি ফিলিং স্টেশন এর ২৪ টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে ২২টিতে পরিমাপ সঠিক পাওয়া যায় এবং ০২টি ডিসপেন্সিং ইউনিট এর পরিমাপে ত্রুটি পাওয়া যাওয়ায় বিএসটিআই হতে পরিমাপ যাচাই করে সঠিক করে ভেরিফিকেশন সনদ গ্রহন না করা পর্যন্ত তেল সরবরাহ বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয় ।

পরিদর্শনকৃত পাম্পগুলোঃ

 সারা ফিলিং স্টেশন, কাশিপুর, বরিশাল।   রাব্বি ফিলিং স্টেশন, কাশিপুর, বরিশাল।   ইছাকাঠি ফিলিং স্টেশন, কাশিপুর, বরিশাল।   সুরভি ফিলিং স্টেশন, কাশিপুর, বরিশাল।   কলেজ রোড ফিলিং স্টেশন, নতুনবাজার, বরিশাল।

 বরিশাল অটো ফিলিং স্টেশন, নথুল্লাবাদ ,

বরিশাল।

উক্ত সার্ভিলেন্স অভিযানে বিপিসি কর্তৃক গঠিত কমিটি-৩ এর কর্মকর্তাবৃন্দ ও জনাব মোঃ মহসীন রব্বানী, পরিদর্শক(মেট্রোলজী), বিএসটিআই, বরিশাল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…