logo

সময়: ০৩:৪১, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ০৩:৪১ অপরাহ্ন

সর্বশেষ খবর

প্রযুক্তিতে জঙ্গিদের থেকে পিছিয়ে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

Ekattor Shadhinota
২৬ নভেম্বর, ২০২২ | সময়ঃ ০৮:৩৮
photo
ফাইল ছবি

 নিজস্ব প্রতিনিধি:-  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, প্রযুক্তি ব্যবহারে জঙ্গিদের থেকে পিছিয়ে আইনশৃঙ্খলা বাহিনী। আধুনিক কৌশলের ব্যবহার করে জঙ্গিরা আড়ালে রয়ে গেছে।
শনিবার (২৬ নভেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অনেক সময়ে আইনশৃঙ্খলা বাহিনী যে সব প্রযুক্তি ব্যবহার করে জঙ্গিরাও সেসব ব্যবহার করে থাকে। ফলে অনেক সময়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর থেকে এগিয়ে থাকে।
তিনি বলেন, প্রতিনিয়তই তারা অবস্থার পরিবর্তন করছে। ফলে তাদের ধরা একটু কষ্টসাধ্য বটে। কিন্তু তাদের সাথে তাল মিলিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও তাদের কৌশল পরিবর্তন করে চলেছে। খুব শিগগিরই জঙ্গিদের ধরতে সমর্থ হবে তারা।
জঙ্গি ছিনতাইয়ের সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডে।  এ বিষয়ে বারবার যার নাম সামনে আসছে তিনি চাকরীচ্যুত সেনা কর্মকর্তা মেজর জিয়া। তবে বারবার তার নাম সামনে এলেও এখনও অধরা আনসার আল ইসলামের এই জঙ্গি নেতা।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…