logo

সময়: ০৯:২৪, শুক্রবার, ১৭ মে, ২০২৪

৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ০৯:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

গাড়ি নিয়ে ছোটাছুটি না করতে মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর 

Ekattor Shadhinota
২৫ জুলাই, ২০২২ | সময়ঃ ১১:২৯
photo
গাড়ি নিয়ে ছোটাছুটি না করতে মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর 

নিজস্ব প্রতিনিধি:  - জ্বালানি খরচ কমাতে গাড়ি নিয়ে ছোটাছুটি না করার জন্য মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।
সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, বর্তমানে যে সংকট সেটা আসলে বৈশ্বিক সংকট। সারা বিশ্বে জ্বালানি, গ্যাস সংকট চলছে। এটা সবাই জানে। আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নই। সংকটটা সামনের দিনগুলোতে আরও বাড়বে কি না, সেটা এ মুহূর্তে বলতে পারব না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণপরিবহনের ভাড়া বাড়বে কি না, এ কথা এখন বলতে পারব না। যখন বাড়বে তখন বলা যাবে। একটা ছোট কথা থেকে অনেক বড় কথা হয়ে যেতে পারে। এখন আমাদের কথাবার্তাও সতর্কভাবে বলতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডিজেলের বিষয়ে আমরা চিন্তা করছি। সব জায়গায় কৃচ্ছসাধন করতে হবে। যেমন, জ্বালানির ব্যবহার কমাতে মন্ত্রীদেরও গাড়ি নিয়ে বেশি ছোটাছুটি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…