নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার
পাঁচানি মাঠ এলাকায় আমিনা খাতুন (৪২) নামের এক নারীকে মারপিটের
অভিযোগকে ওঠেছে। প্রতিপক্ষের মারপিটে আহত হয়ে রামেক হাসপাতালে
৪দিন ভর্তি ছিলেন বলেও দাবি করেন তিনি।
তবে যাদের বিরুদ্ধে এই
অভিযোগ, সেই মোঃ বাবু-গণ পাল্টা অভিযোগ তুলে ধরেছেন এবং
আমিনা খাতুনের দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যায়িত করেছেন।
ভুক্তভোগী আমিনা খাতুনের অভিযোগের জবাবে মোঃ বাবু গণমাধ্যমকে
জানান, সমস্যার মূল কারণ বাড়ির প্রবেশ পথের সরু রাস্তা। তার দাবি,
আমিনা খাতুন সেই সরু রাস্তায় গবাদি পশু পালন করেন। ফলে প্রতিদিনই
রাস্তা নোংরা, দূগন্ধ এবং চলাচলে পাশের বাড়ির লোকজনকে চরম অসুবিধার
সম্মুখিন হতে হয়।
এ বিষয়ে বেশ কয়েকবার আপত্তি জানালেও আমিনা খাতুন কর্ণপাত করেননি
বলে তিনি উল্লেখ করেন। মোঃ বাবু আরও বলেন, আমি ওই এলাকায় থাকি না,
আমার আত্তীয় স্বজনরা থাকেন। আমেনা খাতুনকে গবাদিপশু রাস্তায় বেঁধে
রেখে লালন পালন করে রাস্তা নোংরা না করার জন্য বলা হয়। এত তিনি ক্ষুদ্ধ হয়ে
তিনি উল্টো ঝগড়া-বিবাদ সৃষ্টি করেন। আমিনা খাতুনের দ্বারা উত্থাপিত
অন্যান্য সকল অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করেন
তিনি।
এই বিরোধের বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোঃ আবুল কালাম আজাদের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগ
করা হলে জানা যায়, তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল
কলেজ (রামেক) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অসুস্থতার কারণে তাঁর কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এলাকার পরিস্থিতি শান্ত রাখতে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশি
হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। উভয় পক্ষের পাল্টাপাল্টি
অভিযোগে ঘটনাটি আরও জটিল আকার ধারণ করেছে।