হাসানুজ্জামান সিদ্দিকী হাসান : নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় জিয়া পরিষদের ইউনিয়ন কমিটি গঠন। রবিবার সন্ধ্যায় জিয়া পরিষদ ঝুনাগাছ চাপানী ইউনিয়ন শাখা কমিটি গঠন উপলক্ষে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত আলোচনা সভা জিয়া পরিষদ ডিমলা উপজেলা শাখার যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদ নীলফামারী জেলা শাখার আহবায়ক আবু সাদেক চৌধুরী লুলু, প্রধান বক্তা ছিলেন জিয়া পরিষদ জেলা শাখার সদস্য সচিব শহীদ জাহাঙ্গীর আলম স্বপন,বক্তব্য রাখেন বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা শাখার যুগ্ন আহবায়ক নাসিরুল রেজা সরকার লিচু, জিয়া পরিষদ ডোমার উপজেলা শাখার আহবায়ক তমিজ উদ্দিন সরকার, ডিমলা উপজেলা শাখার আহবায়ক অধ্যক্ষ আব্দুল কাদের, সদস্য সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফতাব হোসেন, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম , আবুল মুয়ীদ সজল, আলমগীর বাদশা প্রমুখ।
সভায় ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করেন নেতৃবৃন্দ ।
সভায় সর্বসম্মতিক্রমে আবদুল হামিদ আজাদ কে সভাপতি, আলমগীর বাদশা কে সাধারণ সম্পাদক,ও আলমগীর হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়। বাকী পদগুলো আগামী এক সপ্তাহের মধ্যে পুরন করে জমা দেওয়ার জন্য নির্দেশ দেন।
।