logo

সময়: ১১:১৫, সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১১:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজধানীর মাতুয়াইল এলাকায় আনুমানিক ২৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ আমদানী নিষিদ্ধ পন্য আতশবাজি, বিদেশী কাপড়, চকলেট ও প্রসাধনী পন্য উদ্ধার করেছে র‌্যাব-১০।

Ekattor Shadhinota
১৬ অক্টোবর, ২০২৫ | সময়ঃ ১০:৩৪
photo
রাজধানীর মাতুয়াইল এলাকায় আনুমানিক ২৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ আমদানী নিষিদ্ধ পন্য আতশবাজি, বিদেশী কাপড়, চকলেট ও প্রসাধনী পন্য উদ্ধার করেছে র‌্যাব-১০।

  গতকাল ১৫/১০/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৫.০০ ঘটিকায় র‌্যাব-১০ এর আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন চট্রগ্রাম টু ঢাকাগামী মাতুয়াইল সান্টু তেলের পাম্প এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। উক্ত চেকপোস্টে এসএ পরিবহন এর একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে আনুমানিক ৬,৮৪,০০০/- (ছয় লক্ষ চুরাশি হাজার) টাকা মূল্যমানের ১৩৫৯০ পিস আতশবাজী, ১,৭২,৮০০/- (এক লক্ষ বাহাত্তর হাজার আটশত) টাকা মূল্যমানের ৪৩২০ পিস মেহেদী, ১,৫১,২০০/- (এক লক্ষ একান্ন হাজার দইশত) টাকা মূল্যমানের ৪৩২ পিস ওলিভ অয়েল, ১,৬৪,৩০০/- (এক লক্ষ তিনশত) টাকা মূল্যমানের বিভিন্ন প্রকারের ৩৩৭ পিস শ্যাম্পু, ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা মূল্যমানের ৭২০ পিস ফেইস ওয়াস, ৩,৩৫,০০০/- (তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা মূল্যমানের ৩৫০ বক্স চকলেট, ৬,১২,০০০/- (ছয় লক্ষ বারো হাজার) টাকা মূল্যমানের ৬১২ পিস শাড়ী, ৩,৯০,০০০/- (তিন লক্ষ নব্বই হাজার) টাকা মূল্যমানের ২৬০ পিস চাদর ও ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা মূল্যমানের ৬ ব্যান্ডেল থ্রী পিস কাপড় সর্ব মোট ২৫,২৪,৩০০/- (পঁচিশ লক্ষ চব্বিশ হাজর তিনশত) টাকা মূল্যমানের অবৈধ আমদানী নিষিদ্ধ পন্য উদ্ধার করে। উক্ত ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতারে র‌্যাব-১০ সচেষ্ট রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  প্রকাশ থাকে যে, দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ চোরাইকারবারীরা অবৈধ আমদানী নিষিদ্ধ পন্য আতশবাজি, বিদেশী কাপড়, চকলেট ও প্রসাধনী পন্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…