নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : সরকারি নথিতে কাজ শেষ। বাস্তবে সেই উন্নয়ন যেন শুধু দেয়ালে ঠেকে।
লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ওয়াসব্লক ও ডিপকল শিক্ষার্থীদের কোনো উপকারেই আসছে না। বরং অব্যবহৃত পড়ে থেকে সেগুলো হয়ে উঠেছে বিরক্তির কারণ।
বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, ‘বাথরুমে ঢুকলে দরজা আটকানো যায় না, তাই আমরা ভয়ে যাই না। কেউ গেলে বন্ধুরা বাইরে দাঁড়িয়ে থাকে। ’
শুধু বাথরুম নয়, সুপেয় পানির জন্য স্থাপন করা ডিপ টিউবওয়েল থেকেও সমস্যা দেখা দিয়েছে। তা থেকে পানি তুললেই বালু বের হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মশিউর রহমান বলেন, ‘বারবার বলার পরও কেউ এসে মেরামত করেনি। শিক্ষার্থীদের কষ্ট হচ্ছে। আমরা নিজেরা সাময়িক সমাধান করার চেষ্টা করছি, কিন্তু এটা তো আমাদের দায়িত্বের বাইরে।’
স্থানীয় একজন অভিভাবক ক্ষোভ জানিয়ে বলেন, ‘এই উন্নয়ন যদি এমন হয়, তাহলে না করলেই ভালো ছিল। ছোট ছোট বাচ্চারা বাথরুমে যায় না, এটা কেমন অবস্থা?’
এ বিষয়ে জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার বলেন, 'আমার কাছে এই বিষয়টি নিয়ে কেউ আসেনি। কেউ যদি আসতো তাহলে বিষয়টি আগেই দেখতাম। আপনাদের মাধ্যমে এই বিষয়টি এখন শুনলাম। এই সমস্যাটি দেখবো ও সমাধানের চেষ্টা করবো।'