logo

সময়: ০৫:৫১, শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ০৫:৫১ অপরাহ্ন

সর্বশেষ খবর

আমরা পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবন মান উন্নয়নে লাইভলিহুড ডেভেলপমেন্ট নিশ্চিত করতে চাই-পার্বত্য উপদেষ্টা

Ekattor Shadhinota
০৩ আগস্ট, ২০২৫ | সময়ঃ ১০:০১
photo
আমরা পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবন মান উন্নয়নে লাইভলিহুড ডেভেলপমেন্ট নিশ্চিত করতে চাই-পার্বত্য উপদেষ্টা

 

খাগড়াছড়ি, ০৩ আগস্ট ২০২৫ খ্রি.

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আমরা পার্বত্য চট্টগ্রামে বেকারত্ব হ্রাস ও সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের জন্য লাইভলিহুড ডেভেলপমেন্ট নিশ্চিত করতে চাই।

আজ শনিবার বিকালে খাগড়াছড়ি জেলা সদরের যাদুরাম পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন ও জলধারা ব্যবস্থাপনা প্রকল্প (CRLIWM)’-এর উদ্যোগে খাগড়াছড়ির কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ কথা বলেন।

প্রকল্পটি বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এদিন কমলছড়ি ইউনিয়নের কমলছড়ি মুখ, পাইলট পাড়া,কমলছড়ি হেডম্যান পাড়া, আমতলি খ্যাং দং পাড়া, যাদুরাম পাড়া, মধু পাড়া, থানা চন্দ্র পাড়াসহ মোট ৭টি পাড়ার কৃষকের মাঝে ১৬টি পাওয়ার টিলার, ১২ এইচপি পাওয়ার পাম্প ৭টি ও ৪ এইচপি পাওয়ার পাম্প বিতরণ করা হয়। খাগড়াছড়ির ৭টি পাড়া গ্রামের কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি উপকরণ হস্তান্তরের মাধ্যমে পাহাড়ি কৃষকদের জীবনে এক নতুন দিগন্তের সূচনা করল।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন “আজকের এই কৃষি যন্ত্রপাতি হস্তান্তর কেবল কোনো যন্ত্র সরবরাহ নয়, এটি পার্বত্য অঞ্চলে কৃষকদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। আমরা ক্ষুধামুক্ত এক উচ্চতর বাংলাদেশ গড়তে চাই- যেখানে খাদ্য ঘাটতি থাকবে না। উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে এ সরকার সমতল বা পাহাড় সর্বত্র উন্নয়নের ছোঁয়া পৌঁছাবে। সেই সাথে পার্বত্য অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে।

উপদেষ্টা উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আর্থিকভাবে স্বচ্ছল হলেই দেশের জন্য ১৯৭১ এর রক্তদান ও ২০২৪ সালের বৈষম্যবিরোধীদের রক্তদান স্বার্থক হবে। তিনি বলেন, আপনাদের পাশে বর্তমান সরকার আছে। ভবিষ্যতে যে সরকারই আসুক আপনাদের পাশেই থাকবে। উপদেষ্টা স্থানীয় কৃষকদের উদ্দেশে বলেন, আপনাদের বাদ দিয়ে কোন সরকারই টিকতে পারবে না। আপনাদের ভাগ্যোন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পার্বত্য জেলা পরিষদ সবসময় আপনাদের পাশে থাকবে।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, সেচ পাম্প, ট্রাক্টর ও ধানমাড়াইকল কৃষকদের বিনামূল্যে প্রদানের ব্যবস্থা যা খুবই ভালো উদ্যোগ। এরকম উদ্যোগ গ্রহণের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামের বেকারত্ব দূর করা সম্ভব হবে এবং পার্বত্য জনগোষ্ঠী আর্থিকভাবে স্বাবলম্বি হতে পারবে বলে মন্তব্য করেন পার্বত্য উপদেষ্টা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামালছড়ি ক্লাস্টার ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পাক্রই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন ও জলধারা ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক পবন কুমার চাকমা, জেলা পরিষদের নির্বাহী পরিচালক মো. আব্দুল্লাহ আল মাহফুজসহ জেলা পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রকল্প বাস্তবায়নে প্রধান দায়িত্বে রয়েছে চট্টগ্রাম হিল ট্র্যাক্টস আঞ্চলিক পরিষদ এবং সহ-বাস্তবায়নকারী হিসেবে কাজ করছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…