logo

সময়: ০৮:২১, রবিবার, ১৩ জুলাই, ২০২৫

২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ০৮:২১ অপরাহ্ন

সর্বশেষ খবর

চিলমারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু

Habibur Rahaman
৩০ জুন, ২০২৫ | সময়ঃ ১১:০০
photo
চিলমারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু

হাবিবুর রহমান, চিলমারী, (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে, দুর্ঘটনায় নাজিম উদ্দিনের (১৭) মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে আরও দুই আরোহী ছিল, তবে তাদের তেমন কোন ক্ষতি হয়নি বলে জানা যায়।   

রবিবার (২৯শে জুন) রাত আনুমানিক ৮টার সময়, উপজেলার সবুজপাড়া-মাচাবান্দা সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত ঐ কিশোর নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন বলে জানা যায়।  

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রায়হান এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত ঐ কিশোরের নাম নাজিম উদ্দিন (১৭)। সে উপজেলার ছোটকুষ্টারী এলাকার ফারুক মিয়ার ছেলে। অন্যদুই জনের নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু রায়হান বলেন, হাসপাতালে আসার আগেই সে মারা গেছে। ওরা গাড়িতে তিন জন ছিল, মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে। বুকে আঘাত পেয়েছে,  শ্বাসক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…