logo

সময়: ০৩:৫৩, শনিবার, ১২ জুলাই, ২০২৫

২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ০৩:৫৩ অপরাহ্ন

সর্বশেষ খবর

ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বেপরোয়া গতিতে বাস চালিয়ে যাওয়া চালক মোঃ আবু তাহের @ অপু (২৮) নড়াইল লোহাগড়া হতে র‌্যাব কর্তৃক গ্রেফতার।

Ekattor Shadhinota
৩০ জুন, ২০২৫ | সময়ঃ ১০:৫৮
photo
ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বেপরোয়া গতিতে বাস চালিয়ে যাওয়া চালক মোঃ আবু তাহের @ অপু (২৮) নড়াইল লোহাগড়া হতে র‌্যাব কর্তৃক গ্রেফতার।

গত ২৮/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ০৩.০০ ঘটিকায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন হাঁসাড়া এলাকায় ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে ঢাকাগামী লেনে মহাসড়কের উপর হামদান এক্সপ্রেস বাস যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১২-৪২৯৬ এর অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে বাস চালিয়ে একইগামী লেনের সামনে থাকা একটি মিনি ট্রাক রেজিঃ নং- ঢাকা মেট্রো-ড-১৪-৪৫৩৮ এর পিছনে স্বজোরে ধক্কা দিলে বাসে থাকা ১৮ জনের মধ্যে ০২ জন যাত্রী ১। ডাক্তার মো: জালাল উদ্দিন (৬৫), ও ২। মো: জিল্লুর রহমান (৫০) ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। বাকী ১৬ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরো ০২ জন যাত্রী মৃত্যুবরণ করে। দূর্ঘটনা হওয়ার পর পরই বাসটি রেখে অজ্ঞাতনামা চালক সু-কৌশলে পালিয়ে যায়। মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। পরবর্তীতে হাঁসাড়া হাইওয়ে থানা, মুন্সীগঞ্জ তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাস এবং মিনি ট্রাকটি জব্দ করেন। উক্ত ঘটনায় ডিসিস্ট ডাক্তার মো: জালাল উদ্দিন এর ভাতিজা মো: ইমরান হোসেন (২৮) বাদী হয়ে এজাহার দাখিল করলে মামলা নং- ৩৯, তারিখ- ২৮/০৬/২০২৫ খ্রি., ধারা- ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন, ২০১৮ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা জড়িত বাস চালককে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত বাস চালককে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।  

. র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়োন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৬ এর সহযোগীতায় নড়াইল জেলার লোহাগড়া থানাধীন গন্ডপ কাশীপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে গত ২৮/০৬/২০২৫ তারিখ রাত ০৩.০০ ঘটিকায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন হাঁসাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত বাস চালক মোঃ আবু তাহের @ অপু (২৮), পিতা- মুজিবর রহমান, সাং- সাইট খালী, থানা- বাঘারপাড়, জেলা- যশোর’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বাস চালক দুর্ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে। 

 গ্রেফতারকৃত বাস চালককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…