জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ী
নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার অন্তর্গত পৌরসভার ৭ নং ওয়ার্ড নাওতলা গনি মুন্সি বাড়ীর মৃত আব্দুল খালেক এর ছেলে আব্দুল আউয়াল (৪০) এর ওয়ারিশি সম্পত্তি জবরদখলের চেষ্টা করেন, একই এলাকার মৃত আব্দুল হাকিম এর ছেলের শাহাব উদ্দিন (৪৫), সুজন (৩৫),রাজন (৩৭)ও মৃত আব্দুল মতিন এর ছেলে মোঃ সুমন (৪৫)।
অভিযোগ সূত্রে জানা যায় যে, রবিবার সকাল ১০ ঘটিকার সময় প্রবাসী আব্দুল আউয়াল এর পৈত্রিক সম্পত্তির উপর জবরদখল করার চেষ্টা করেন তারা।
পরে এই সময়ে আব্দুল আউয়াল বাঁধা দিলে তাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করেন তারা। প্রবাসী আবদুল আউয়াল ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক হয়। যাহা নাওতোলা মৌজার সাবেক ২১৪/২১৬ নং দাগ,রকম বেটি ৬ শতাংশ ওয়ারিশীয় সম্পত্তি হয়।
বিবাদীগণ প্রবাসী আব্দুল আউয়াল কে হত্যার হুমকি প্রদান করেন। তারা
এলাকায় জোর দখলকারী ও উৎশৃঙ্খল লোক বলে চিহ্নিত।
সোনাইমুড়ী থানার এস আই ইসরাফ্রিল বলেন, আমি ঘটনার স্থল পরিদর্শনে গিয়ে সবাইকে শান্ত থাকতে বলেছি। তদন্তের মাধ্যমে আমরা আমাদের আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম বলেন, অভিযোগ হাতে পেয়েছি। অতি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।