জসিম উদ্দিন রাজ,সোনাইমুড়ী
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে নিলামহাট আদর্শ উচ্চ বিদ্যালয় নিয়ে বিস্ফোর মন্তব্য করেন সাবেক চেয়ারম্যান ও সাবেক স্কুলটির সভাপতি মো.কুতুব উদ্দিন সানি। শনিবার হাটগাঁও ফ্লোরা শিক্ষা নিকেতন এর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ বিস্ফোর মন্তব্য করেন।
এ সময় কুতুব উদ্দিন সানি বলেন, আমি যখন স্কুলটির সভাপতি দায়িত্বে ছিলাম। তখন স্কুলটিতে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ১০৩৫ জন এবং ১০ লক্ষ টাকারও বেশি এফডিআর ছিল তখন। বর্তমানে বিদ্যালয়ে ২৫৫ জন ছাত্রছাত্রী আছে, নেই কোন সঞ্চিত টাকা বা এফডিআর।
বর্তমান স্কুলটির প্রধান শিক্ষক জাফরুল্ল্যাহ বলেন,উনি মিথ্যা ও বুয়া বানোয়াট কথা বলেছেন। কোন ধরনের লুটপাট হয় নাই এবং কি এফডিআরও সঞ্চিত আছে।
স্কুলটির বর্তমান সভাপতি তৌহিদ আহমেদ বলেন,
আমি এগুলো সম্পর্কে কিছুই জানিনা। বিগত দিনে কোন প্রকারের লুটপাট হয়েছে স্কুলটি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি জানি না।এইতো কিছুদিন হলো আমি সভাপতির দায়িত্ব নিলাম ।