logo

সময়: ০৯:১৯, রবিবার, ১৩ জুলাই, ২০২৫

২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ০৯:১৯ অপরাহ্ন

সর্বশেষ খবর

পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও নগদ টাকা সহ আটক ৪ জন

D.M.R. BABUL
২০ জুন, ২০২৫ | সময়ঃ ০৭:৫৪
photo
পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও নগদ টাকা সহ আটক ৪ জন

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও ৪ লাখ টাকা সহ ৪ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) ভোরবেলা যৌথ বাহিনী ও পার্বতীপুর মডেল থানার পুলিশ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন বড় হরিপুর মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মৃত আব্দুস সামাদ সরকারের ছেলে রবিউল সরকার (৪০), মৃত নিজাম উদ্দীনের ছেলে শাহাদাত হোসেন (৩৫), আব্দুল মজিদের মেয়ে মোমিনা বেগম (৫০) এবং আবুল হোসেনের মেয়ে আরিফা খাতুন (৩৫)-কে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। অভিযানে ৭ বোতল ভারতীয় আমদানিনিষিদ্ধ ফেনসিডিল, নগদ ৪ লাখ টাকা, ৯টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চন্ডিপুর ইউনিয়নের বড়হরিপুর মুন্সিপাড়া গ্রামে মাদকের রমরমা ব্যবসা চলছিলএমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে পার্বতীপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলামসহ পার্বতীপুর সেনা ক্যাম্পের সদস্যরা অংশ নেন।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতদের দিনাজপুর আদালতে প্ররন করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…