Jashim  Uddin  
                    
                        জসিম উদ্দিন রাজ,সোনাইমুড়ী
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ৭ নং বজরা ইউনিয়নের ০১নং ওয়ার্ডে দেওয়ানজির বাজারের হাজেরা মার্কেট পুড়ে চাই। 
মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন এলাকাবাসী।                      
                    পুড়ে যাওয়া মার্কেটটির ক্ষতির পরিমাণ প্রায় বিশ লক্ষ টাকা।  মার্কেটটির মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো হল,বাটরা গ্রামের প্রোপাইটর জয়নাল আবেদীনের মনির স্টোর ক্ষতির পরিমাণ প্রায় ৮ লক্ষ টাকা, রশিদপুর গ্রামের সিএনজি গ্যারেজের মালিক আব্দুল জলিলের ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা, বাটরা গ্রামের রুবেল স্টোর ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষ টাকা।  সব মিলিয়ে হাজেরা মার্কেটটির ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা।  
মার্কেটটির মালিক হাজেরা আক্তার বলেন,রাত ১টার দিকে আমি জানতে পারি আমার মার্কেটটিতে আগুন লেগেছে।  পরে আমি সোনাইমুড়ী ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  
সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশন নেতা আবুল হোসেন বলেন, মোবাইল ফোনে খবর শোনা মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।