logo

সময়: ১১:৩৮, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ খবর

জুলাই গণঅভ্যূত্থানে আহত সাত বীরদের উপস্থিতিতে অনুপ্রাণীত হলো বিকেএসপি’র প্রশিক্ষণার্থীবৃন্দ

Ekattor Shadhinota
১১ নভেম্বর, ২০২৪ | সময়ঃ ১০:৫৭
photo
জুলাই গণঅভ্যূত্থানে আহত সাত বীরদের উপস্থিতিতে অনুপ্রাণীত হলো বিকেএসপি’র প্রশিক্ষণার্থীবৃন্দ

আজ সকালে বিকেএসপির অডিও ভিজুয়্যল সেন্টারে বিকেএসপির প্রশিক্ষণার্থীদে জন্য
“আমি জিতলে, জিতবে দেশ” এ প্রতিপাদ্যের ব্যনারে অনুপ্রেরনামূলক এক অনুষ্ঠানের
আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যূত্থানে দেশ প্রেমে উদ্বুদ্ধ আত্মদানকারী
আহত সাতজন রিহ্যাবিলিটিশনপ্রাপ্ত ব্যক্তিবর্গকে আমন্ত্রন জানানো হয়।
বিকেএসপির প্রশিক্ষণার্থীরা গণঅভ্যূত্থানে আহত বীরদের আত্মত্যাগের কথা এবং
তাঁদের জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর গল্প শুনে অনুপ্রনীত হন এবং নিজেদেরকেও খেলাধুলার
মাধ্যমে ঘুরে দাঁড়িয়ে দেশের জন্য সুনাম বয়ে আনার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিকেএসাপর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম জুলাই
গণঅভ্যুত্থানে আহত সাতজনের প্রত্যেককে বিকেএসপির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার
প্রদান করেন।
এরপর রিহ্যাবিলিটিশনপ্রাপ্ত ব্যক্তিবর্গ বিকেলে বিকেএসপির খেলোয়াড়দের সাথে
বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন যা খেলোয়াড়দেরকে ভীষনভাবে উদ্বুদ্ধ করেছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…