logo

সময়: ০৪:১০, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ০৪:১০ অপরাহ্ন

সর্বশেষ খবর

অভিযান পরিচালনায়  ০৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ , বিএসটিআই , রংপুর

Ekattor Shadhinota
১৯ মার্চ, ২০২৪ | সময়ঃ ১০:৫৮
photo
অভিযান পরিচালনায়  ০৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ , বিএসটিআই , রংপুর

অদ্য ১৯.০৩.২০২৪ ইং তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে-

বিএসটিআই হতে গুনগত মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে বিক্রয়-বিতরণ ও মানচিহ্ন ব্যবহার করার অপরাধে মামলার জন্য আলামত জব্দ করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ঃ 
   মেসার্স আফনান ফুড প্রডাক্ট, পশ্চিম খাসবাগ, মহানগর, রংপুর; পণ্য (লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি),
   মেসার্স প্রিয় ফুড লিমিটেড (ভিআইপি শাহাদৎ গ্রুপের একটি প্রতিষ্ঠান), আর কে রোড, তাজহাট, মহানগর, রংপুর; পণ্য (লাচ্ছা সেমাই, কাপ কেক)
   মেসার্স ফুলকলি লাচ্ছা ব্রেডড এন্ড কনফেকশনারি (পরিচালনায়- ফুড গার্ডেন), ডিমলা, কানুন গোটলা, মহানগর, রংপুর; পণ্য (লাচ্ছা সেমাই)
   মেসার্স সেই স্বাদ বেকারি, পশ্চিম খাসবাগ, মহানগর, রংপুর; পণ্য (বিস্কুট, ব্রেড, কেক)।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচাললিত হয়। উক্ত অভিযানটিতে আরোও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ জুনায়েদ আহমেদ, খন্দকার মোঃ জামিনুর রহমান ও প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন, 

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…