logo

সময়: ০২:৩৯, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ০২:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

৮০তে পা রাখলেন জো বাইডেন

Ekattor Shadhinota
২০ নভেম্বর, ২০২২ | সময়ঃ ০২:৫১
photo
ফাইল ছবি

 আন্তর্জাতিক  :-মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ ৮০তম জন্মদিন উদ্যাপন করবেন। এর আগে হোয়াইট হাউজে কোনো প্রেসিডেন্ট ৮০টি মোমবাতি জ্বালিয়ে জন্মদিন পালন করেননি।
বাইডেন যে মাইলফলকে পৌঁছেছেন, তার প্রভাব অনস্বীকার্য। তিনি ২০২৪ সালে আবার হোয়াইট হাউজে ফেরার কথা ভাবছেন। হোয়াইট হাউজ এখন পর্যন্ত বাইডেনের জন্মদিন উদ্যাপনের পরিকল্পনা প্রকাশ করেনি।
এর পরিবর্তে শনিবার বাইডেনের নাতনির বিয়ের প্রস্তুতির দিকে মনোনিবেশ করছে। বাইডেন নিজেই বিশাল ৮-০ নিয়ে রসিকতা করেছেন। এমএসএনবিসিকে তিনি বলেন, ‘আমার যে কত বয়স হতে যাচ্ছে, তাও বলতে পারছি না। এটা আমার মুখ থেকে বের করতে পারছি না।’ এএফপি।
তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তাহলে তাকে ৮৬ বছর বয়স পর্যন্ত ক্ষমতায় রেখে পুনরায় নির্বাচন করা উচিত কি না, এ বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এতে তিনি দুটি শব্দের মাধ্যমে উত্তর দিয়েছেন: ‘আমাকে দেখুন।’
এক বছর আগে, মেডিকেল চেকআপের পর ডাক্তাররা বলেছিলেন যে বাইডেনের মাত্র কয়েকটি ছোটখাটো অসুস্থতা ছিল এবং তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে তিনি ‘দায়িত্ব পালনের জন্য উপযুক্ত’।
হালকা-পাতলা স্বাস্থের প্রেসিডেন্ট ধূমপান বা মদ্যপান করেন না। শারীরিকভাবে সক্রিয় থাকেন এবং ১৯৮৮ সালে প্রাণঘাতী মস্তিষ্কের অ্যানিউরিজমের জন্য দুটি অস্ত্রোপচারের পর থেকে তার কোনো বড় স্বাস্থ্য উদ্বেগ ছিল না।
এমনকি ইউনিভার্সিটি অব ইলিনয় ২০২০ সালে প্রকাশিত একটি সমীক্ষায় তাকে ‘সুপার এজারদের’ মধ্যে শ্রেণিবদ্ধ করে, যারা আর্থসামাজিক, জীবনধারা এবং জেনেটিক কারণে গড়ের চেয়ে বেশিদিন বাঁচেন। গবেষকরা তাকে প্রায় ৯৭ বছরের একটি তাত্ত্বিক অনুমিত আয়ু দিয়েছেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…