অদ্য ১৯/০১/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৫.৪৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার সদর থানাধীন রাজবাড়ী রেলস্টেশন এলাকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
*অদ্য ১৯/০১/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৫.৪৫ ঘটিকার সময়* র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে *রাজবাড়ী জেলার সদর থানাধীন রাজবাড়ী রেলস্টেশন এলাকায়* অভিযান পরিচালনা করে *অনুমানিক ১,৫০,০০০/ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের ০৫ কেজি গাঁজ ও ৩,০০০/- (তিন হাজর) টাকা মূল্যমানের ০১ বোতল বিদেশী মদসহ একজন* মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজ ও মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী রেলস্টেশনসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।