অদ্য ১৮/০১/২০২৫ তারিখে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু হাসান ও র্যাব-১০ এর সহযোগিতায় রাজধানীর ডেমরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল, ভেজাল ও নিম্মমানের খাদ্য সামগ্রী বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নামবিহীন একটি কারখানাকে নকল ঘি উৎপাদনের ও বিএসটিআই এর সীল ব্যবহারের জন্য ২,০০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং ২৫৬ কেজি নকল ঘি ধ্বংস করা হয়। লাইসেন্স বিহীন ও বিএসটিআই এর অনুমতি বিহীন পণ্য বাজারজাত করার জন্য শাওন কনজুমার প্রোডাক্টস এর ১টি প্রতিষ্ঠানকে সীলগালা এবং লাইসেন্স বিহীন ও বিএসটিআই এর অনুমোদনহীন পন্যসমুহ জব্দ করে ধ্বংস করা হয়।
এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও নিম্মমানের খাদ্য সামগ্রী প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।