logo

সময়: ০৩:৫৫, বুধবার, ০৭ জানুয়ারী, ২০২৬

২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ০৩:৫৫ অপরাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীতে চার থানার অভিযানে মাদক-সহ গ্রেফতার- ৯ জন

Masud Rana
০৫ জানুয়ারী, ২০২৬ | সময়ঃ ১০:৪৯
photo
রাজশাহীতে চার থানার অভিযানে মাদক-সহ গ্রেফতার- ৯ জন


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর পবা, শাহমখদুম, মতিহার ও কাটাখালি থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল, ইয়াবা ও হেরোইনসহ ৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  
রবিবার (৪ জানুয়ারি) বিকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৪৯০ গ্রাম গাঁজা, ৬৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মো. মোজাম্মেল ওরফে মোজাম (৫০), মোঃ নাজমুল হক (৩৫), মোঃ রাজ্জাক আলী (৪০), মোঃ লিটন আলী (২৪), মোঃ সাহারুপ আলী ওরফে রবিন (২২), মোঃ সাগর আলী (৩২), তাপস বিশ্বাস (২০), মোঃ অমিত হাসান ওরফে অমি (২৮) এবং মোঃ রফিকুল ইসলাম (৬০), তারা সবাই রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
সোমবার বিকাল এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, রবিবার রাতে পবা থানার দাদপুর স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজা-সহ মোজামকে গ্রেফতার করেন পবা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মতিনের নেতৃত্বে এসআই মোঃ রাজিবুল করিম ও সঙ্গীয় ফোর্স। তার বিরুদ্ধে পবা থানায় পূর্বে একটি মাদক মামলা চলমান রয়েছে।
এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় একই থানার শিয়ালবেড় মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা-সহ নাজমুল হককে গ্রেফতার করে এসআই মোঃ মমিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
এছাড়া রাত পৌনে ১১টায় নগর পারিলা এলাকায় অভিযান চালিয়ে ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ রাজ্জাক ও লিটনকে গ্রেফতার করা হয়।
এদিন বিকাল পৌনে ৫টায় শাহমখদুম থানার নওদাপাড়া বাজারসংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ রবিন, সাগর ও তাপসকে গ্রেফতার করেন শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স।
এদিন দুপুর সোয়া ৩টায় নগরীর তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজা-সহ অমিত হাসানকে গ্রেফতার করেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স।
এদিন রাত সোয়া ৮টায় কাটাখালি থানার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৮ গ্রাম হেরোইন-সহ রফিকুল ইসলামকে গ্রেফতার করেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুমন কাদেরীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে তারা মাদক বিক্রয়ের উদ্দেশ্যে জব্দকৃত মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার বিষয়টি স্বীকার করেছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…