logo

সময়: ১২:৩৭, রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ১২:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

এগিয়ে নেওয়া সম্ভব-ফয়েজ আহমাদ তৈয়্যব

Ekattor Shadhinota
২৭ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ১০:৪১
photo
এগিয়ে নেওয়া সম্ভব-ফয়েজ আহমাদ তৈয়্যব

শিক্ষা ও কর্মসংস্থান হার বৃদ্ধি করতে পারলেই জাতিকে
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে
আত্মকর্মসংস্থান ও স্বনির্ভরতা গড়ে তোলার লক্ষ্যে অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন ও অটোরিকশা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭নভেম্বর)সকাল ১০টায় মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমাদ তৈয়্যব।
এসময় তিনি বলেন -
মনোহরগঞ্জ উপজেলা একটি পিছিয়ে পড়া উপজেলা। আমরা ক্রমান্বয়ে সকল দিক থেকে এগিয়ে যাচ্ছি। আর এ এগিয়ে যাওয়ার মিশনকে আরো গতিশীল করতে সরকারের পাশাপাশি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আভির্ভাব।
তিনি বলেন -
শিক্ষা ও কর্মসংস্থান হার বৃদ্ধি করতে পারলেই দেশ এবং জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব। মানুষের কল্যাণ ও সমাজ সেবায় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম ইতিপূর্বে সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। কাতার প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী উদ্যোক্তা মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি এর যোগ্য নেতৃত্বে অসংখ্য স্বেচ্ছাসেবীদের নিরলস পরিশ্রমের মাধ্যমে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম এগিয়ে যাচ্ছে।  
তিনি আরো বলেন-
আমাদের সন্তানদের শিক্ষা ও নৈতিকতা শিখাতে হবে। পাশাপাশি তাদেরকে কর্মমূখী শিক্ষার দিকে দাবিত করতে হবে। বিদেশ গামীদের দক্ষ করে পাঠাতে হবে। কেননা দিনদিন কায়িক শ্রমের পরিসর কমে যাচ্ছে। 
তিনি বলেন-
বাল্য বিবাহ থেকে মেয়েদের বিরত রাখতে হবে। বাল্য বিবাহের কারনে মেয়েরা পুষ্টি সংকটসহ নানা সমস্যায় ভুগছে।পাশাপাশি 
মাদকের বিরুদ্ধে আমাদের জিরু টলারেন্সে থাকতে হবে। স্ব স্ব এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে। 

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জজকোর্ট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের 
প্রফেসর ড.মঞ্জুর মোরশেদ, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহিনুর ইসলাম, র‍্যাব হেডকোয়ার্টারের উপ-পরিচালক হুমায়ুন কবির, সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টু, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আশ্রাফুজ্জামান মোল্লা, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক ডাইরেক্টর আবদুল খালেক মোল্লা,বাংলাদেশ নির্বাচন সংস্কার কমিটির সদস্য সাদিক আর রহমান, কুমিল্লা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড.আবুল কাশেম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম,বিশিষ্ট ইসলামী চিন্তাবিধ মাওলানা আবদুজ জাহের,মনোহরগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জিন্নত আলী,মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবদুল মতিন প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন  মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ সভাপতি শওকত হোসেন বিপ্লব,সহ সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম,সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সোহাগ,নির্বাহী সদস্য এইচ এম আরিফুর রহমান প্রমুখ।
পরে আত্মকর্মসংস্থান ও স্বনির্ভরতা গড়ে তোলার লক্ষ্যে ২শত জনের মাঝে সেলাই মেশিন এবং ৫জনের মাঝে অটোরিকশা তুলে দেওয়া হয়।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…