logo

সময়: ১১:৩১, শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১১:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহী নগরীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত

Masud Rana
১১ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ১০:১২
photo
রাজশাহী নগরীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহী নগরীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহী নগরীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত
রাজশাহী নগরীতে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শান্ত (২৬), নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত শান্ত, নগরীর আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার সাত্তার আলীর ছেলে এবং জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর একজন কর্মী বলে সংগঠনের এক নেতা জানিয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলীগঞ্জ পূর্বপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা শান্তকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল ও আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রামেক হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই শান্তর মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মর্গে রাখা হয়েছে।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, প্রাথমিক তদন্তে জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…