logo

সময়: ০৩:৩২, সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৩:৩২ অপরাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহী নগরীতে চার জুয়াড়ী গ্রেফতার

Masud Rana
০৫ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ১১:১০
photo
রাজশাহী নগরীতে চার জুয়াড়ী গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে অভিযান
চালিয়ে চারজন জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা
শাখা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১টার দিকে নগরীর মতিহার থানার
ধরমপুর জাহাজঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ জহুরুল ইসলাম সুমন (৪২), মোঃ
রফিকুল ইসলাম (৩৫), মোঃ মোস্তাক আহমেদ (৪৬) ও মোঃ আল-
আমিন (৪৫)। তারা সকলেই মতিহার থানা অঞ্চলের বিভিন্ন এলাকার
বাসিন্দা।
শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর
রহমান, পিপিএম।
তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে
ডিবি পুলিশ জানতে পারেন, নগরীর মতিহার থানার ধরমপুর
জাহাজঘাট এলাকার একটি বাড়িতে জুয়ার আসর বসিয়ে খেলা
চলছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে জুয়া
খেলা অবস্থায় ৪জন জুয়াড়িকে গ্রেফতার করে ডিবি পুলিশ
পরিদর্শক মো. মোস্তাক আহমেদের নেতৃত্বে এসআই মিজান ও
সঙ্গীয় ফোর্স। এসময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা,
প্যাকেটজাত ৩ সেট তাস ও ১ সেট খোলা তাস জব্দ করা হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় জুয়া
আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের বিজ্ঞ
আদালতে সোপর্দ করেছে মতিহার থানা পুলিশ।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…