logo

সময়: ১১:২৭, সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ১১:২৭ অপরাহ্ন

সর্বশেষ খবর

জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণ: দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করুন

Ekattor Shadhinota
২৬ নভেম্বর, ২০২৫ | সময়ঃ ১০:০৩
photo
জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণ: দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করুন

চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হচ্ছে নাগরিক। দিন দিন বাড়ছে চিকিৎসা ব্যয়। কমিশন বানিজ্যিক ব্যবস্থার কারণে ঔষধের বাজার নিয়ন্ত্রণহীন। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর লাভ বাড়লেও, মানুষ চিকিৎসা পাওয়ার অধিকার কমে আসছে। এমতবস্থায় জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারের এ সংক্রান্ত হাইকোর্টের রায় নাগরিকদের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় এক যুগান্তকারী সিদ্ধান্ত। নাগরিকদের জীবন রক্ষায় এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা সরকারকে এ সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহনের আহবান জানাই। এ সিদ্ধান্ত বাস্তাবায়নে স্বার্থানেষী কোম্পানিগুলো সাথে বাধা সৃষ্টি না করতে পারে সেই লক্ষ্যে ঔষধ-র মুল্য নির্ধারণে কমিটির স্বার্থেদ্বন্ড নিরসন সংক্রান্ত কমিটির গঠনের আহবান জানাই।

নাগরিকদের জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারেরউৎপাদনকারীদের নয় বলে এক রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেছেনসংশ্লিষ্ট অধ্যাদেশের বিধান এবং ২০২৩ সালের ওষুধ ও কসমেটিকস্ আইনের ৩০(১) ও ৩০(২) ধারায় স্পষ্টতই দেখা যায় যে জীবনরক্ষাকারী ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ওষুধের মূল্য নির্ধারণের দায়িত্ব সরকারের এখতিয়ার নিশ্চিত করে। এ আইনের স্বাস্থ্য অধিকার নিশ্চিতে জীবন রক্ষার ঔষধ প্রাপ্তিতে রাষ্ট্রকে ক্ষমতা প্রদান করা হয়েছে।  আমরা সরকারকে কঠোরভাবে এ নির্দেশনা বাস্তবায়নের আহবান জানাই।

বিবৃতিতের সমর্থনকারী হলেন, সামিয়া আরেফিন  নারীপক্ষ, ড. রুমানা হক, স্বাস্থ্য অর্থনীতিবিদ ও নির্বাহী পরিচালক, আর্ক ফাউন্ডেশন, এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম- স্বাস্থ্য আন্দোলন, আমিনূর রসুল- জনগণের স্বাস্থ্য আন্দোলন, সীমা দাস সীমু- উবিনীগ,আজমিরা খাতুন- তাবিনাজ, ইবনুল সাঈদ রানা- নিরাপদ ডেভেলাপমেন্ট ফাউন্ডেশন, নিগার সুলতানা  লেখিকা, বদরুল আলম- বাংলাদেশ কৃষক ফেডারেশন, সৈয়দা অনন্যা রহমান, বিভাগীয় প্রধান, স্বাস্থ্য অধিকার বিভাগ, ডাব্লিউবিবি ট্রাস্ট,  কামরুনিছা মুন্না, জনস্বাস্থ্য নীতি বিশ্লেষক, সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স,  রোকেয়া ইসলাম- লেখিকা, ব্যারিষ্টার নিশাত মাহমুদ, সদস্য সচিব পাবলিক হেলথ লইয়ার্স নেটওয়ার্ক, ইকবাল মাসুদসভাপতিএইড সোসাইটি, জাকিয়া শিশির- অধিকারকর্মী ও সমাজ সেবক, আমিনুল ইসলাম চেয়ারম্যান, আর্থ ডেভলাপমেন্ট ফাউন্ডেশন, এডভোকেট মুহাম্মদ আওলাদ হোসেন- চেয়ারম্যান, গ্লোবাল লিগ্যাল স্টাডিজ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…