র্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রা এলাকা থেকে সাজা পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামি রাজু (৩৭) ও মো: হামিদুল (৩৪)’কে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে র্যাব-১০ একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।
গ্রেফতারকৃত আসামী রাজু (৩৭), পিতা- মেঘা, সাং- গোয়ালীমান্দ্রা, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ’কে বিজ্ঞ আদালত পেনাল কোড, ১৮৬০ এর ৩৩২ ধারায় দোষী সাব্যস্ত করে ০৩ বছর সশ্রম কারাদন্ড ও ৫,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পেনাল কোড, ১৮৬০ এর ৩৫৩ ধারায় দোষী সাব্যস্ত করে ০৩ বছর সশ্রম কারাদন্ড ও ৫,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। অপরদিকে আরেক আসামি মো: হামিদুল (৩৪), পিতা- মো: আ: মোতালেব, সাং- গোয়ালীমান্দ্রা, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ রমনা মডেল থানার মামলা নং- ১(৬)১৫, ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) এর সাজা পরোয়ানাভুক্ত আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে আসামি’দ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।