logo

সময়: ১১:২৫, শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের হাতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি তুলে দিলেন, আরএমপি পুলিশ কমিশনারের

Masud Rana
১৮ আগস্ট, ২০২৫ | সময়ঃ ১০:৫৩
photo
পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের হাতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি তুলে দিলেন, আরএমপি পুলিশ কমিশনারের

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ
(আরএমপি) কমিশনার, মোহাম্মদ আবু সুফিয়ান, আরএমপি পুলিশ
পরিবারের মেধাবী সন্তানদের হাতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৩ তুলে
দিয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) বিকালে আরএমপি সদর দপ্তরে আয়োজিত এক
অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ কমিশনার
কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মাননাপত্র ও আর্থিক সম্মানী প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং আরএমপির ঊর্ধ্বতন
কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ৪০
জন শিক্ষার্থীকে এই মেধাবৃত্তি প্রদান করা হয়। এদের মধ্যে ৩৮ জন
এসএসসি পরীক্ষার্থী এবং ২ জন এইচএসসি পরীক্ষার্থী, যারা সকলেই
সকল বিষয়ে এ প্লাস পেয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু আফিয়ান মেধাবী
শিক্ষার্থী ও তাদের গর্বিত অভিভাবকদের অভিনন্দন জানান। তিনি বলেন,
্য়ঁড়ঃ;বাংলাদেশ পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, এটি একটি
পরিবার। এই পরিবারের সন্তানরা মেধা ও যোগ্যতায় এগিয়ে যাচ্ছে দেখে
আমরা গর্বিত।্য়ঁড়ঃ; তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, ভাষাজ্ঞান বৃদ্ধি এবং
বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বিশ্বের সাথে প্রতিযোগিতায়
টিকে থাকার আহ্ধসঢ়;বান জানান। পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষা
অর্জন এবং বাবা-মাকে সম্মান করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের পক্ষ থেকে প্রতি বছর পুলিশ পরিবারের
কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফল ও জীবনে সাফল্য অর্জনে উৎসাহিত করতে
এই মেধাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল
হাসান, পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম,
পিপিএম সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…