গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নে আলোচিত বিকাশ ব্যবসায়ী ও জামায়াত নেতা নজরুল ইসলাম হত্যাকাণ্ডের প্রধান আসামীকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও নিহত নজরুল ইসলামের দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে , গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, “অপরাধ যতই বড় হোক না কেন, গোবিন্দগঞ্জ থানা পুলিশ অপরাধীদের ছাড় দেবে না। ”
উল্লেখ্য যে, গত ১৭ আগষ্ট বিকাশ ব্যবসায়ী নজরুল ইসলামকে একদল দুর্বৃত্ত গলা কেটে হত্যা করে।
পুলিশ জানায়,মামলার অন্যান্য দিক নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
।