logo

সময়: ১২:০৯, রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২:০৯ অপরাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহী টিটিসি’তে তালা কেটে চুরি, থানায় অভিযোগ দিলেন না অধ্যক্ষ !

Masud Rana
১০ আগস্ট, ২০২৫ | সময়ঃ ১১:৪৮
photo
রাজশাহী টিটিসি’তে তালা কেটে চুরি, থানায় অভিযোগ দিলেন না অধ্যক্ষ !


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে একটি ল্যাপটপ ও একটি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। গত ৭ জুলাই রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সিসি ভিডিও ফুটেজ সিসি ক্যামেরায়া আছে। এ নিয়ে অভ্যান্তরিন তদন্ত কমিটি গঠন করেছেন টিটিসির অধ্যক্ষ নাজমুল হক। তবে এ নিয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি। ফলে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।
টিটিসি সূত্র মতে, বৃহস্পতিবার রাতে সপের তালা ভেঙে ভিতরে ঢুকে চোরেরা টিটিসির একটি মেশিন, ল্যাপটপ ও কম্পিউটার চুরি করে নিয়ে যায়। ঘটনার পরের দিন শুক্রবার বিষয়টি জানাজানি হলে সিসিসি ক্যামেরার ফুটেজ চেক করা হয়। ফুটেজে চুরির ঘটনা ধরা পড়ে। এরপর টিটিসির অধ্যক্ষ নাজমুল হক বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করেন। তবে বিষয়টি নিয়ে তিনি থানায় কোনো অভিযোগ করেননি।
শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন, টিটিসির তালা কেটে এতো বড় চুরির ঘটনা ঘটলো। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে চোরদের গ্রেফতারে তৎপর হতো। কিন্তু থানায় অভিযোগ না হওয়ায় চোরেরা আড়ালে থেকে যাবে। অভ্যান্তরিন তদন্তে তো চোরকে শাস্তি দেওয়া যাবে না।
একজন শিক্ষার্থী বলেন, চোর নিশ্চয় টিটিসির ভিতরেই আছে। এ কারণে থানায় অভিযোগ করা হচ্ছে না। অভিযোগ করলে যদি চোর ধরা পড়ে টিটিসির গুমর ফাঁস হয়ে যাবে।
জানতে চাইলে টিটিসির অধ্যক্ষ নাজমুল হক বলেন, বিষয়টি নিজেদের ভাবমূর্তির বিষয়। এ কারণে থানায় অভিযোগ করিনি। তবে তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। দেখা যাক তদন্তে কি উঠে আসে। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…