logo

সময়: ০২:৪০, শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ০২:৪০ অপরাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীতে বিয়ের নামে প্রতারণার অভিযোগে কাজী শাওনকে গ্রেফতার

Ekattor Shadhinota
২৫ জুলাই, ২০২৫ | সময়ঃ ১১:১৯
photo
রাজশাহীতে বিয়ের নামে প্রতারণার অভিযোগে কাজী শাওনকে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী নগরীতে বিয়ের নামে প্রতারণার অভিযোগে কাজী শাওনকে গ্রেফতার করে র‌্যাব।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিনগত রাত ১০টায় নগরীর রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ঈদগাঁ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কাজী মোকাদ্দিম হোসেন শাওন (৪০), সে রাজশাহীর মোহনপুর থানার সইপাড়া, (৫নং বাকশিমইল ইউনিয়ন পরিষদ) গ্রামের মোবারক হোসেনের ছেলে।
শুক্রবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, সিআর মামলা নং-৩৯৯/১৯ (মোহনপুর), প্রসেস নং- ৩১৯/২৪, -২০/০৩/২০২৫ তারিখে বিয়ের নামে প্রতারণার মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কাজী শাওন।
র‌্যাব আরও জানায়, কাজী মোকাদ্দিম হোসেন (শাওন) অধিক মুনাফার আশায় প্রায়ই বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের টাকার বিনিময়ে বিবাহ রেজিস্ট্রি করে থাকে। এরই ধারাবাহিকতায় তাহার বিরুদ্ধে আদালত বিয়ের নামে প্রতারণার অভিযোগ প্রাপ্ত হলে বিজ্ঞ আদালত তার নামে পরোয়ানা ইস্যু করে।
গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন যাবৎ রাজশাহী মহানগরীতে আত্মগোপন করে ছিল।
জিজ্ঞাসাবাদে শাওন বিয়ের নামে প্রতারণা মামলার পলাতক আসামী বলে স্বীকার করে। পরে তাকে মোহনপুর থানায় হস্তান্তর করা হয়।
শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে মোহনপুর থানা পুলিশ।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…