logo

সময়: ০২:৩৮, শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ০২:৩৮ অপরাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে নারীদের উত্ত্যক্তকারী দুই যুবককে গ্রেফতার

Masud Rana
২৪ এপ্রিল, ২০২৫ | সময়ঃ ১০:৩৯
photo
রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে নারীদের উত্ত্যক্তকারী দুই যুবককে গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর নগরীর সিএন্ডবি মোড় এলাকায়
নারীদের উত্ত্যক্তকারী দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর সোয়া ১টা থেকে ২ টা পর্যন্ত মহানগরীর
কাশিয়াডাঙ্গা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতার আসামিরা হলেন মোঃ জুবায়ের হোসেন রাকিব (১৯), সে মহানগরীর
রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকার মোঃ মোখলেছুর রহমান মুকুলের ছেলে ও
মোঃ সবুজ (২০), সে কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তর পাড়া এলাকার মোঃ
রমজানের ছেলে।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ
কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওকে ঘিরে
রাজশাহীসহ দেশজুড়ে শুরু হয় নিন্দার ঝড়। ভিডিওটিতে দেখা যায়, রাজশাহী
মহানগরীর সিএন্ডবি মোড়ে কয়েকজন যুবক রাস্তায় চলাচলকারী নারীদের উত্ত্যক্ত
করছে এবং সেই দৃশ্যটি তাদের পরিচিত একজন মোবাইল ফোনে ধারণ করে। পরে সে
ভিডিওটি তার ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহূর্তেই তা সামাজিক
মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু
সুফিয়ানের নজরে এলে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের
নির্দেশ দেন। সেইসঙ্গে আসামিদের নাম ও ঠিকানা চেয়ে আরএমপির
অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টও দেওয়া হয়।
পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। পরবর্তীতে
রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল আলীমের নেতৃত্বে একটি
টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর সোয়া ১ টায় নগরীর
কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান পরিচালনা করে আসামি জুবায়েরকে এবং দুপুর ২
টায় একই থানার ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে সবুজকে গ্রেফতার করেন। অন্যদের
গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান নগর পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…