logo

সময়: ০৫:১৮, রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ০৫:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের মামলায় প্রধান নান্টু ও তার সহযোগী খোকন গ্রেফতার

Masud Rana
১৯ এপ্রিল, ২০২৫ | সময়ঃ ০৯:৫৭
photo
রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের মামলায় প্রধান নান্টু ও তার সহযোগী খোকন গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে এসএসসি পরিক্ষার্থী
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের মামলায় ৪৮ ঘন্টার মধ্যে
আসামী নান্টু ও খোকন মিয়াকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে
র‌্যাব।
শুক্রবার (১৮ এপ্রিল) দিনগত রাত ৮টায় নওগাঁ জেলার সদর থানাধীন রামরায়পুর
আড়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামী মোঃ নান্ট ু(২৮),সে বোয়ালিয়া মডেল থানার তালাইমারি
শহিদ মিনার এলাকার মোঃ কালু মিয়ার ছেলে ও তার সহযোগী আসামী মোঃ
খোকন মিয়া (২৮), একই এলাকার মৃত: আঃ সাত্তারের ছেলে।
শনিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতার আসামীদের আঘাতে নিহত মৃত আকরাম হোসেন (৫২),
তিনি তালাইমারি শহিদ মিনার এলাকার মৃত আজদার আলী শাহ’র ছেলে। পেশায়
একজন বাস চালক ছিলেন। আসামী নান্টু তার প্রতিবেশি। নিহতের পরিবারের
সাথে নান্টুর পূর্ব থেকেই শত্রুতা ছিল। নিহতের মেয়ে এসএসসি পরীক্ষার্থী।
ঘটনার দিন বিকাল সাড়ে ৪টায় তার মেয়ে প্রাইভেট পড়া শেষ করে অটোরিকশা
যোগে ফিরে বাসায় যাওয়ার পথে আসামী নান্টু ও তার সহযোগীরা তাকে
থামিয়ে গালিগালাজ ও উত্ত্যক্ত করে। নিহতের মেয়ে বাসায় গিয়ে তার বাবা আকরাম
হোসেনকে গালিগালাজের কথা জানায়। তার বাবা নান্টুর বাবাকে বিষয়টি
জানায়। এতে নান্টু আরও ক্ষীপ্ত হয়। এদিন (১৬ এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে
তালাইমারি শহিদ মিনার এলাকায় নিহতের ছেলে মামলার বাদী মোঃ ইমাম হোসেন
অনন্ত বাড়ি যাওয়ার পথে আসামী নান্টু ও তার সহযোগী ৯-১০ জন আক্রমন করে
এলোপাথারী মারধর করতে শুরু করে। ইমাম হোসেন প্রাণ বাঁচতে চিৎকার করলে তার
বাবা আকরাম হোসেন ছেলেকে বাঁচাতে এগিয়ে যায়। ওই সময় আসামীরা
তাকেও মারধরের একপর্যায়ে করা মাথায় ইট দিয়ে আঘাত করলে গুরুতর রক্তাত্ত জখম হন।
ওই সময় আশে পাশে থাকা লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়।
এলাকাবাসীর সহায়তায় আকরামকে অটোরিক্সা যোগে রাজশাহী মেডিকেল কলেজ
(রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-
নিরীক্ষা শেষে রাত পৌনে ১১টায় তাকে মৃত বলে ঘোষনা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে ইমাম হোসেন অনন্ত বাদী হয়ে বোয়ালিয়া মডেল
থানায় ৭জনকে এজাহার নামীয় ও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি
হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৫/৮৬, তারিখ ১৭/০৪/২০২৫।

মামলার আসামীরা হলো: মোঃ নান্টু (২৮), মোঃ বিশাল(২৮), মোঃ খোকন মিয়া
(২৮), মোঃ তাসিন হোসেন, মোঃ অমি (২৫), মোঃ নাহিদ, মোঃ শিশির(২০)।
এ ঘটনায় এলাকাবাসী আসামীদেরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারে ও বিচারের জন্য
লাশ নিয়ে রাজশাহী মহানগরীর তালাইমারি শহিদ মিনার এলাকায় মানববন্ধন করে।
মামলার পর আসামীদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি অভিযান শুরু করে র‌্যাব।
র‌্যাব আরও জানায়, শুক্রবার (১৮ এপ্রিল) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে
পারে, আকরাম হত্যা মামলার আসামী নওগাঁ সদর থানাধীন রামরায়পুর আড়ারাপাড়া
এলাকায় আত্মগোপন করে আছে। এমন সংবাদের ভিতিতে লে. কর্ণেল মোহাম্মদ
মাসুদ পারভেজ, পিএসসি, অধিনায়ক, র‌্যাব -৫, রাজশাহীর নির্দেশনায় র‌্যাব-৫, সদর
কোম্পানী রাজশাহীর একটি আভিযানিক দল বর্ণীত স্থানে অভিযান চালিয়ে
মামলার প্রধান আসামী মোঃ নান্টু ও তার সহযোগী মোঃ খোকন মিয়াকে
গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা চালক আকরাম হত্যাকান্ডের সাথে তাদের
সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
শনিবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ
করেছে মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…