গত ০৭/০৪/২০২৫ তারিখ দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় ২য় শ্রেণী পড়ুয়া ভিকটিম (১২) ফরিদপুরের ভাংগা থানার তার দাদীর বাসায় সিন্নি খাওয়ার জন্য পার্শ্ববর্তী আসামী দেলোয়ার মোল্যা @ দেলো (৫৫) এর বাড়িতে আসামীর স্ত্রীসহ সবাইকে সিন্নি খাওয়ার জন্য ডাকতে যায়। পরবর্তীতে আসামী দেলো বাড়িতে কেউ না থাকার সুবাদে আসামীর স্ত্রীকে ঘরের ভিতর থেকে ডাকতে বললে ভিকটিম ঘরে প্রবেশ করলে আসামী দরজা বন্ধ করে ভিকটিমকে গামছা দ্বারা হাত মুখ বেধে জোরপূর্বক ধর্ষণ করে।
উক্ত ঘটনায় ভিকটিমের বাবা ফরিদপুর ভাংগা থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ১২/১০৭, তারিখ-০৯/০৪/২০২৫ খ্রিঃ., ধারা- ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন ধমন আইন (সংশোধনী ২০০৩)। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই প্রেক্ষিতে অদ্য ১৪/০৪/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৪.৩০ ঘটিকায় র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১১ এর সহযোগীতায় নরসিংদী জেলার রায়পুরা থানাধীন কোমলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহারনামীয় পলাতক আসামী দেলোয়ার মোল্লা @ দেলো (৫৫), পিতা- মৃত ধলা মোল্লা, সাং- হরুপদিয়া, থানা- ভাংগা, জেলা-ফরিদপুর‘কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।