logo

সময়: ০৫:২৩, শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ০৫:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

গণধর্ষণ মামলার আসামী লিমন (১৮) র‌্যাব কর্তৃক চাঁদপুরে গ্রেফতার।  

Ekattor Shadhinota
২৩ মার্চ, ২০২৫ | সময়ঃ ১১:৩৩
photo
গণধর্ষণ মামলার আসামী লিমন (১৮) র‌্যাব কর্তৃক চাঁদপুরে গ্রেফতার।  

স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে গত ০৮/০৩/২০২৫ তারিখ সকালে চার মাসের অন্তঃসত্ত্বা ভিকটিম (২০) ঢাকায় এসে কাজ খুঁজছিলেন। পরবর্তীতে একই তারিখ রাত অনুমান ২২:০০ ঘটিকায় ভিকটিম ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় ক্ষুধার্ত অবস্থায় ঘোরাঘুরি করার সময় আসামী মো: লিমন (১৮)’সহ অপরাপর আসামীগণ ভিকটিমকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে মর্মে প্রলোভন দেখিয়ে পানগাঁও ঋষিপাড়া এলাকায় নিয়ে গিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে আসামীগণ ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

  উক্ত ঘটনায় ভিকটিম (২০) নিজে বাদী হয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি গণধর্ষণ ও ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামীগণ আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল র‌্যাব-১১ এর সহযোগীতা নিয়ে উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

  অদ্য ২৩/০৩/২০২৫ তারিখ মধ্যরাত আনুমানিক ০৩.৩০ ঘটিকায় র‌্যাব-১০ ও র‌্যাব-১১ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন কালীপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং- ২০, তারিখ- ০৯/০৩/২০২৫ ইং, ধারা- ৯(৩)/৯(৪)(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর পলাতক এজাহারনামীয় আসামী মো: লিমন (১৮), পিতা- হারুন মিয়া, সাং- পানগাঁও বটতলা, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।  

  গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…