logo

সময়: ০৬:৩১, রবিবার, ০৭ জুলাই, ২০২৪

২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ০৬:৩১ অপরাহ্ন

সর্বশেষ খবর

মোঃ মজিবুর রহমান (৪০)’কে মামলার ৪৮ ঘন্টার মধ্যে ডিএমপির মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

Ekattor Shadhinota
০৪ জুলাই, ২০২৪ | সময়ঃ ১১:২৮
photo
মোঃ মজিবুর রহমান (৪০)’কে মামলার ৪৮ ঘন্টার মধ্যে ডিএমপির মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

 ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা এলাকায় চাঞ্চল্যকর মিলন মিয়া (৩৫) ও ভুট্টো
মিয়া(৪৭)’কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ
মজিবুর রহমান (৪০), পিতা- হাফিজ উদ্দিন হাবু, থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ’কে
মামলার ৪৮ ঘন্টার মধ্যে গতকাল ০৩/০৭/২০২৪ ইং তারিখ ১৯.০০ ঘটিকায় ডিএমপির
মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-২।
৩। মামলার এজাহার সূত্রে জানা যায়, মিলন মিয়া ও ভুট্টো মিয়ার পরিবারের সাথে
প্রতিবেশী মোঃ মজিবুর রহমানের পরিবারের সাথে চলাচলের রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে
দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত ০১/০৭/২০২৪ ইং তারিখ রাত
আনুমানিক ০৩.০০ ঘটিকার সময় ভিকটিম মিলন মিয়া ও ভুট্টো মিয়ার বাড়ীর থেকে বের
হওয়ার রাস্তা কেটে আগে থেকে উৎপেতে থাকা আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র
নিয়ে ভিকটিম ও তার বাড়িতে পরিকল্পিত ভাবে হামলা করে। একপর্যায়ে ভিকটিম ও তার
পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে আসামিরা পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমদেরকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ
মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মিলন মিয়াকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে রেফার্ড করেন। ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে
মিলন মিয়ার মৃত্যু হয়। অপরদিকে চিকিৎসারত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ
হাসপাতালে ভুট্টো মিয়ার মৃত্যু হয়। উক্ত ঘটনায় নিহত মিলন মিয়া ও ভুট্টো মিয়ার পরিবার
বাদী হয়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় ১১ জন আসামির নাম এবং অজ্ঞাত ৩/৪ জন
আসামির নাম উল্ল্যেখ করে একটি হত্যা মামলা (মামলা নং- ০২, তারিখ- ০১/০৭/২০২৪ইং,
ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/ ৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড) দায়ের করেন।
বর্ণিত মামলায় জড়িত আসামিদের গ্রেফতার সংক্রান্তে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার
অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব
এ বিষয়ে আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই
ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল
০৩/০৭/২০২৪ ইং তারিখ ১৯.০০ ঘটিকায় আসামিকে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা
হতে গ্রেফতার করে। আসামিকে গ্রেফতার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য
উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামিকে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…