logo

সময়: ১০:৫৮, শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১০:৫৮ অপরাহ্ন

সর্বশেষ খবর

সুবর্ণচরে মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Abdul Based
১৯ জুন, ২০২৪ | সময়ঃ ০৯:৪৮
photo
সুবর্ণচরে মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নোয়াখালী থেকে আব্দুল বাসেদঃ নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে মো.চৌধুরী মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।     

 

বুধবার (১৯ জুন) ভোর ৬টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এই ঘটনা ঘটে।   

 

নিহত চৌধুরী মিয়া উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চর আমিনুল হক গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং ৬ সন্তানের জনক ছিলেন।     

 

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো.হাজী আবুল কাশেম তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চৌধুরী মিয়া বাড়িতে ফজরের নামাজ পড়ে। এরপর জমিতে তার মহিষ দেখতে যায়। মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়া তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। 

 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া বলেন, বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি।  তবে বিষয়টি কেউ থানায় অবহিত করেনি।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…