logo

সময়: ০৭:২৪, সোমবার, ২৪ জুন, ২০২৪

১০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ০৭:২৪ অপরাহ্ন

সর্বশেষ খবর

রংপুর জেলার পীরগঞ্জ এর চতরা হাটে অবৈধভাবে নকল ও নিম্নমানের বসুন্ধরা ব্রান্ডে গমের ভূষি উৎপাদন, বিক্রয়-বিতরণ করায় প্রতিষ্ঠানের স্বত্তাধিকারীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের 

Ekattor Shadhinota
১২ জুন, ২০২৪ | সময়ঃ ০৯:৫০
photo
রংপুর জেলার পীরগঞ্জ এর চতরা হাটে অবৈধভাবে নকল ও নিম্নমানের বসুন্ধরা ব্রান্ডে গমের ভূষি উৎপাদন, বিক্রয়-বিতরণ করায় প্রতিষ্ঠানের স্বত্তাধিকারীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের 

গত ০৫.০৬.২০২৪ খ্রিস্টাব্দে   বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর জেলার চতরা হাট এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। বিভাগীয় কমিশনার মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসক, রংপুর মহোদয়ের আদেশের প্রেক্ষিতে অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর মহোদয়ের নির্দেশনা মোতাবেক এ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে প্রাপ্ত অভিযোগ জনাব মোঃ জিয়াউর রহমান মন্ডল, প্রভাষক, চতরা মহিলা ডিগ্রী কলেজ, চতরা, পীরগঞ্জ, রংপুর আলহাজ¦ কুদ্দুস ভিলার নীচতলায় একটি গোডাউনসহ আশেপাশের আরও ২টি গোডাউনে দিনে রাতে চাউলের কুড়া, ময়দা মিশিয়ে বসুন্ধরা কোম্পানী নামক বস্তায় প্যাকেটজাত করে তার পিতার প্রতিষ্ঠান মেসার্স তুন-তিশা ট্রেডার্স, চতরাাহাট, পীরগঞ্জ, রংপুর এর মাধ্যমে বাজারজাত করেছে। যে সকল দোকানের মাধ্যমে বিক্রয় হয়ে থাকে সেসকল প্রতিষ্ঠানের ঠিকানা সংগ্রহ করে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করলে তথ্যের সত্যতা পাওয়া যায় এবং তার ডিলারদের নিকট হতে পরীক্ষণের জন্য নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনা ০৭টি প্যারামিটারের মধ্যে ০৫টি প্যারামিটারে অকৃতকার্য হয় এবং রংপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক পীরগঞ্জ উপজেলা প্রশাসনের সহায়তায় স্থানীয় ০৩ জন মেম্বারের উপস্থিতিতে গত ১০-০৬-২০২৪ খ্রিঃ তারিখে উৎপাদনস্থল হতে বসুন্ধরা ব্রান্ডের ইনটেক বস্তা, বিক্রয়ের রশিদসহ বিভিন্ন মামলার আলামত জব্দ করে মোঃ জিয়াউর রহমান এবং মোঃ সোলাইমান মন্ডল এর বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রংপুরে নিয়মিত মামলা দায়ের করা হয় যার নম্বর ৩৬০/২৪।  

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…