logo

সময়: ০৭:৩৪, সোমবার, ২৪ জুন, ২০২৪

১০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ০৭:৩৪ অপরাহ্ন

সর্বশেষ খবর

বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদ (নোয়াখালী) শপথ বাক্য অনুষ্ঠান অনুষ্ঠিত।

Abdul Based
১১ জুন, ২০২৪ | সময়ঃ ১১:৪৩
photo
বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদ (নোয়াখালী) শপথ বাক্য অনুষ্ঠান অনুষ্ঠিত।

নোয়াখালী থেকে আব্দুল বাসেদ।

বাংলাদেশ সম্মলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলার কার্যনির্বাহী নবনির্বাচিত কমিটির শপথ বাক্যের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান।   সভাপতি ডা: আহছান উল্যাহ হাসান। বিশেষ অতিথি ছিলেন, ডা: তারেক আজিজ রাব্বী (চেয়ারম্যান বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদ) ও উপদেষ্টা সদস্য (বাসডিচিপ) সাংবাদিক আব্দুল বাাসেদ  আরো বক্তব্য রাখেন, হাবিবুর রহমান সুমন, মামুন মিয়া মাসুদ, আকবর হোসেন, ফোরকান হোসেন ও মহিন উদ্দিন শাকিল।  

উক্ত অনুষ্ঠানে শপথ বাক্যের পাশাপাশি চেয়ারম্যান জনাব তারেক আজিজ রাব্বী, সদস্যের আগমী দিনের  কার্যক্রমের প্রতি দিকনির্দেশনা ও দায়িত্ব বুঝিয়ে দেন এবং সকল চিকিৎসকগণকে কর্মের পাশাপাশি সামাজিক দায়িত্ব ও মূল্যবোধ উদ্বুদ্ধ করেন। এ

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…