অদ্য ৩১-০১-২০২৪ খ্রিস্টাব্দ তারিখে বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরূপঃ
নাফিস ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, আমির কুটির, সদর, বরিশাল প্রতিষ্ঠানটির উৎপাদিত ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ১০,০০০/- টাকা মাত্র জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট জনাব জাবেদ হোসেন চৌধুরী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, বরিশালের কর্মকর্তা জনাব জয়দেব রাজবংশী, সহকারী পরিচালক ( মেট) ও জনাব মোঃ ইয়াছির আরাফাত, দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই বরিশালের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
।