ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এমিরেটাস অধ্যাপক ড. এম শমশের আলী-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেন।
এক শোকবার্তায় তিনি বলেন, প্রফেসর ড. এম শমশের আলী ছিলেন একজন দেশ বরেণ্য শিক্ষাবিদ, গবেষক ও প্রশাসক; যিনি জীবদ্দশায় দেশের উচ্চশিক্ষা ও বিজ্ঞান চর্চার প্রসারে অসামান্য অবদান রেখেছেন। তাঁর জ্ঞান, দূরদর্শিতা ও যোগ্য নেতৃত্ব যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে শিক্ষাপরিবারে অপূরণীয় ক্ষতি হলো।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক ড. এম শমশের আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।