logo

সময়: ০৩:৪৬, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ০৩:৪৬ অপরাহ্ন

সর্বশেষ খবর

টপ-অর্ডারে ধ্বস, চাপে বাংলাদেশ

Ekattor Shadhinota
১০ জানুয়ারী, ২০২২ | সময়ঃ ০১:০৫
photo
ফাইল ছবি

 নিজস্ব প্রতিনিধি:   -মাত্র ১১ রানেই ২ ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। কিউইদের দেয়া রান পাহাড় টপকাতে নেমে ওপেনার সাদমান ইসলাম ৭ রান করে বিদায় নিয়েছেন দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে সেকেন্ড স্লিপে থাকা টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে।
আরেক ওপেনার নাঈম শেখের অভিষেক ম্যাচ এটি। বাংলাদেশ দলের একশতম টেস্ট ক্রিকেটার হিসেবে ক্যাপ পাওয়া নাঈম খেলেছেন মাত্র ৫ বল। টিম সাউদির বলে বোল্ড হয়ে রানের খাতা খোলার আগেই ফিরতে হলো সাজঘরে।
নাইম শেখের পর নাজমুল হোসেন শান্তকেও ৪ রানে ফিরিয়েছেন ট্রেন্ট বোল্ট। পরের ওভারে অর্থাৎ সপ্তম ওভারের প্রথম বলে মুমিনুল হককে শূন্য রানে ফিরিয়েছেন সৌদি। মাত্র ১১ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। এর আগে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫২১ রান তুলে ইনিংস ঘোষণা করে। টম ল্যাথামের ব্যাটে আসে ২৫২ রান। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ রান করেন ডেভন কনওয়ে। টম ব্লান্ডেল করেন ৫৭ রান। ওপেনার উইল ইয়াংয়ের ব্যাটে আসে ৫৪ রান।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও এবাদত হোসেন। ১ উইকেট নেন মুমিনুল হক।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…