মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।
গত দুই দিনব্যাপী অভিযানে সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার পৃথক স্থান থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল এ.কে.এম জাকারিয়া কাদির।
তিনি জানান, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র দ্বায়িত্বপূর্ণ এলাকায় নারায়ণতলা ও মাছিমপুর বিওপি’র পৃথক অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। যার আনুমানিক সিজারমূল্য প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা। এদিকে জব্দকৃত এসব ভারতীয় মদ সুনামগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে বলেও জানান বিজিবি’র এই কর্মকর্তা।