Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর আত্রাই উপজেলার মহাদীঘি গ্রামে কাঁচা খেজুরের রস পান করার পর অনিক মোল্লা (১৭) নামে এক কিশোর অসুস্থ হয়ে শুক্রবার (৫ ডিসেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
পরিবার জানায়, দু’দিন আগে খালি পেটে খেজুরের রস পান করার পরই অনিক অসুস্থ হয়ে পড়ে।
বিকেল থেকেই জ্বর, মাথা ব্যথা ও তীব্র পেটব্যথা দেখা দেয়। স্থানীয় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়া হলেও অবস্থা অবনতি হতে থাকে।
বৃহস্পতিবার রাতের দিকে অবস্থা মারাত্মক পর্যায়ে পৌঁছালে তাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়, কিন্তু পরীক্ষা-নিরীক্ষা শুরুর আগেই মৃত্যু ঘটে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, উপসর্গ দেখে ধারণা করা হচ্ছে, কাঁচা খেজুরের রসের মাধ্যমে সে নিপা ভাইরাসে সংক্রমিত হয়েছিল।