logo

সময়: ০৩:৩২, সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৩:৩২ অপরাহ্ন

সর্বশেষ খবর

পবায় গাঁজা ও বিদেশি মদসহ দুইজন গ্রেফতার

Masud Rana
০৬ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ০৯:৪০
photo
পবায় গাঁজা ও বিদেশি মদসহ দুইজন গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে গাঁজা ও
বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টায় নগরীর পবা থানার কৈপুকুরিয়া
এলাকার জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের
গ্রেফতার করা হয়। এ সময় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪৪
গ্রাম গাঁজা ও ৭৫০ মিলিলিটার বিদেশি মদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ জয়নাল আবেদীন (৬৬) ও মোঃ বিচ্ছাদ
আলী (২৯), দু’জনই একই এলাকার বাসিন্দা।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর
রহমান, পিপিএম।
তিনি জানান, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে
পবা থানা পুলিশ জানতে পারেন, জয়নাল আবেদীনের বাড়িতে
গাঁজা ও বিদেশি মদ বিক্রি করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে
কৈপুকুরিয়া এলাকার বর্ণীত বাড়িতে অভিযান চালিয়ে তাদের
গ্রেফতার করেন পবা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ ফরহাদ
আলীর নেতৃত্বে এসআই প্রতাপ কুমার রায় সঙ্গীয় ফোর্স। এ
সময় তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪৪ গ্রাম গাঁজা ও ৭৫০
মিলিলিটার বিদেশি মদ উদ্ধার ও জব্দ করা হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে
তাদের আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…