logo

সময়: ১২:৪৪, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

বর্ষবরণের উৎসবে মেতেছে রুপা সিক্সটিন পরিবার

Masud Rana
১৪ এপ্রিল, ২০২৫ | সময়ঃ ১০:২৯
photo
বর্ষবরণের উৎসবে মেতেছে রুপা সিক্সটিন পরিবার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণের উৎসবে মেতেছে  রুপা সিক্সটিন পরিবারের সদস্যরা। রাজশাহী মহানগরীর মতিহার থানার অক্ট্রয় মোড়ে অবস্থিত এই ভবনটি।

আজ সোমবার নতুন বছর, নতুন ভোর, নতুন আশা- সব নতুনের আহ্বানে এলো ১৪৩২ বাংলা নববর্ষ।  

এদিন সকাল থেকে লাল-সজ বিভিন্ন রঙ্গের  পাঞ্জাবি পরা পুরুষ ও সাদা-লাল শাড়িতে দেখা মেলে এই পরিবারের নারীদের। হাতে আলপনা, মাথার খোপায় ফুল ও সাজসজ্জায় রঙিন করে তোলেন রুপা-১৬, (১০ তলা) ভবনের আঙ্গিনা। উৎসবে মূলত ভবনটিতে বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি), শিক্ষক দম্পত্তী, ডাঃ ও ইঞ্জিনিয়ার ও তাদের ছেলে মেয়েরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাদ পড়েননি শিশুরাও।  

সকাল থেকেই মেয়েরা নানা ধরনের খাবার অয়োজন করেন,খাবারের তালিকায় লুচি, দই , মিষ্টি, সুটকি মাছ, লাড্ডু,। তবে ১লা বৈশাখের প্রধান খাবার ইলিশ মাছ ভাজা ও পান্থা ভাত খাওয়া থেকে কেউ বিরত থাকেননি।

নববর্ষ উপলক্ষে  রাজশাহীবাসী তথা দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রুপা ১৬ পরিবারের সদস্যরা।

তারা বলেন, আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি তুলে ধরতে চেয়েছি। বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি। আজ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছি।

তারা আরও বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন ভাবে এই দেশকে গড়ে তুলব এবং বিকশিত করবো।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…