জসিম উদ্দিন রাজ,সোনাইমুড়ী
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে কাভার ভ্যানের ধাক্কায় ৯০ বছরের বৃদ্ধা আমিরের নেছা নামের এক নারী মৃত্যু বরণ করেন। সোমবার(২৪ মার্চ) বেলা ১১ টার দিকে সোনাইমুড়ী স্টেশন রোডে ঘটনাটি ঘটে।
জানাযায়, সোনাইমুড়ী পৌরসভার ২ নং ওয়ার্ড শিমুলিয়া পাটোয়ারি বাড়ির মৃত রুস্তম আলীর স্ত্রী
নিহত আমিরের নেছা। আমিরের নেছার বোনের মেয়ে মারজাহান আক্তার জানান,তার একমাত্র ছেলে তার খোঁজ খবর না রাখায় সেই লোকজনের সাহায্য সহযোগিতায় কোন রকম জীবন চালায়।
প্রতিদিনের ন্যায় আজও সেই বৃদ্ধা ঘর থেকে বের হয়েছে মানুষের কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতার আশায়। কিন্তু ঘাতক কাভার ভ্যান(ঢাকা মেট্রো-ট ১১-৬২৯৭) গাড়ীটি ধাক্কায় নিভে যাবে বৃদ্ধার জীবনের প্রদীপ, এমনটাই কল্পনা করেননি হয়তো তিনি। সোনাইমুড়ী থানার এস আই উদয়ন বলেন,আমরা ঘটনাস্থলে তাৎক্ষণিক এসে বৃদ্ধা লাশ উদ্ধার করে সোনাইমুড়ী থানায় নিয়ে আসি। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম বলেন, ৯০ বছরের বৃদ্ধা আমিরের নেছা নামের এক নারী কাভার ভ্যানের ধাক্কায় মৃত্যুবরণ করেন। মহিলার লাশ এবং কভার ভ্যানের গাড়ির ড্রাইভারকে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য।